মমতা বন্দ্যোপা্যায়ের হাত ধরে উন্মোচিত হল মোহনবাগানের নব রূপে সজ্জিত ক্লাব তাঁবু

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্মোচিত হল নব রূপে সুসজ্জিত মোহনবাগানের নতুন ক্লাব তাঁবু। মুখ্যমন্ত্রীর হাত ধরে দুপুরে শুভ উদ্বোধন হন শতাব্দী প্রাচীন ক্লাবটির এই নয়া ক্লাব তাঁবু। মুখ্যমন্ত্রী আসার ফলে এ দিন মোহনবাগান ক্লাবের চারিপাশ ঘিরে ছিল নিরাপত্তার ঘেরাটোপ। সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুরে ফেলা হয়েছিল গোষ্ঠ পাল সরণি এবং সংলগ্ন এলাকা।

ক্লাবের ভিতর ঢুকে কিছু খুদে শিক্ষার্থীর সঙ্গে হাত মিলিয়ে এবং ছবি তুলে বাগান সচিব দেবাশিস দত্তের উপস্থিতিতে নব রুপে সজ্জিত বাগান তাঁবুর উদ্বোধন করেন মমতা। এর পর তিনি ওঠেন মঞ্চে। মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য উত্তরীয় পরিয়ে তাঁকে বরণ করে নেন। তাঁর হাতে পুস্প স্তবক তুলে দেন অতীত দিনে অপর দিক পাল ফুটবলার প্রদীপ চৌধুরি। মোহনবাগানের প্রাক্তন ফুটবলার এবং সহ সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আজীবন সদস্য পদের কার্ড তুলে দেন।

ভারতীয় ফুটবলের কিংবদন্তি ফুটবলার মুখ্যমন্ত্রী হাতে তুলে দেন ফুটবল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে একটি মেমেন্টো তুলে দেন সচিব দেবাশিস দত্ত।

More MOHUN BAGAN News  

Read more about:
English summary
Chief Minister of West Bengal Mamata Banerjee inaugurate new built club tent of Mohun Bagan.