এশিয়া কাপে ভারতের দল দেখে সন্তুষ্ট কিরণ মোরে, বিরাটের কামব্যাক থেকে প্রথম একাদশ নিয়ে কী বললেন?

এশিয়া কাপের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে গতকাল। এই দলের সিংহভাগ ক্রিকেটারই যে টি ২০ বিশ্বকাপের দলে থাকবেন সেটাও পরিষ্কার। জসপ্রীত বুমরাহ, হর্ষল প্যাটেল চোট সারিয়ে বিশ্বকাপে খেলতে পারবেন বলে আশাবাদী নির্বাচক থেকে বোর্ডকর্তা সকলেই। তবে ব্যাটারদের তালিকায় রদবদলের সম্ভাবনা নেই বললেই চলে। স্টার স্পোর্টসের ফলো দ্য ব্লুজ অনুষ্ঠানে এশিয়া কাপের দল বিশ্লেষণ করেছেন জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রাক্তন প্রধান কিরণ মোরে।

নজরে বিরাট

সকলের মতো কিরণ মোরেও তাকিয়ে রয়েছেন বিরাট কোহলির দিকে। কিং কোহলির ব্যাটে রানের খরা চলছে। এশিয়া কাপে বিরাট চেনা ছন্দে ফিরলে তা স্বস্তি দেবে সকলকেই। বিরাট কোহলিকে ধরেই টি ২০ বিশ্বকাপের রণকৌশল সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। বিরাট কোহলি ইতিমধ্যেই ইংল্যান্ড থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন। যে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তিনি থাকেন সেখানেই জিমে ফিজিক্যাল ট্রেনিং চলছে। চলতি সপ্তাহেই মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের এমসিএ ইনডোর আকাদেমিতে তিনি অনুশীলন শুরু করবেন। কিরণ মোরে বলেন, একদিকে অনেকগুলি ইনিংসে বিরাট রান পাননি, আবার অন্য ব্যাটাররাও ভালো পারফর্ম করছেন। এই পরিস্থিতিতে বিরাট কোহলির কামব্যাক নিঃসন্দেহে তাঁর জন্য স্পেশ্যাল হতে চলেছে।

ভারসাম্যে সন্তুষ্ট

ভারতীয় দলের ভারসাম্য দেখে সন্তুষ্ট কিরণ মোরে। তিনি বলেন, দল ভালোই হয়েছে। ভালো ব্যালান্স রয়েছে। বেশ কয়েকজন ভালো অলরাউন্ডার রয়েছেন এই দলে। রবিচন্দ্রন অশ্বিন ভালো ব্যাট করেন। চলতি বছর অক্ষর প্যাটেলও ভালো খেলছেন (অক্ষরকে এশিয়া কাপে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। এই কম্বিনেশনটা আমার পছন্দের। রবি বিষ্ণোই সুযোগ পাওয়াতেও আমি খুশি। ভারতীয় দলের বোলিং আক্রমণ বৈচিত্র্যপূর্ণ হয়েছে। অর্শদীপ সিংকেও এই দলে রাখা খুব ভালো সিদ্ধান্ত। অর্শদীপ আইপিএলের পর ওয়েস্ট ইন্ডিজেও ভালো বোলিং করেছেন। প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন। একজন ভালো বাঁহাতি পেসারের দরকার ছিল, সেই জায়গায় ভালো বোলিং করে ভরসা দিয়েছেন অর্শদীপ।

প্রথম একাদশে পন্থ-কার্তিক

ভারতের প্রথম একাদশে ঋষভ পন্থ ও দীনেশ কার্তিককে খেলানোর পক্ষেও সওয়াল করেছেন মোরে। তিনি বলেন, আমার একাদশে দুজনেই থাকবেন। দীনেশ কার্তিককে যদি বসিয়ে রাখার কথাই ভাবা হয়, তাহলে তাঁকে সফরে নিয়ে যাওয়ার দরকার আছে বলে মনি করি না। সাম্প্রতিককালে কার্তিক দারুণ খেলছেন। বিশেষজ্ঞ ফিনিশার হিসেবে তিনি দারুণভাবে নিজেকে মেলে ধরছেন।

কিরণ মোরের পছন্দ

ফিনিশার হিসেবে পন্থের চেয়ে কার্তিককেই এগিয়ে রাখছেন দেশের প্রাক্তন উইকেটকিপার। মোরে বলেন, ফিনিশারের ভূমিকায় কিন্তু পন্থের বেশি রান নেই। এই ভূমিকায় তিনি প্রত্যাশিত ছন্দে থাকেননি, সাফল্যও পাননি। কিন্তু পন্থ সুপার প্লেয়ার। ফলে প্রথম একাদশে তিনি নিশ্চিতভাবেই থাকবেন। যে দল ঘোষিত হয়েছে তাতে দীপক হুডাকে প্রথম একাদশের বাইরে রাখা যেতে পারে। আমি হলে হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক ও রবীন্দ্র জাদেজাকে খেলাতাম।

More ASIA CUP News  

Read more about:
English summary
Asia Cup: Kiran More Opines India Should Go With Hardik Pant Karthik Jadeja In The First XI. According To More, Squad Looks Good And Well Balanced, Virat Needs Special Comeback.
Story first published: Tuesday, August 9, 2022, 15:10 [IST]