দল কেমন হওয়া উচিৎ সেই বিষয়ে মতামত রাখছেন বিশেষজ্ঞরা:
টি-২০ বিশ্বকাপে ভারত সহ অন্যান্য হাইপ্রোফাইল দলগুলির স্কোয়াড কেমন হওয়া উচিৎ সেই বিষয়ে মাঝেমধ্যেই বিভিন্ন মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। একাধিক ক্রিকেটারের পক্ষে যেমন তাঁরা সাওয়াল করেছেন তেমনই তাঁদের তরফে সংশয় দেখা গিয়েছে কিছু ক্রিকেটারের ১৫ জনের দলে জায়গা পাওয়া নিয়ে। এই তালিকায় নতুন সংযোজন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অজয় জাডেজা।
বাদ দিতে হতে পারে বিরাট কোহলিকে:
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অজয় জাডেজা দল গঠন বা তাঁর মতে সম্ভাব্য একাদশ, এই সকল বিষয়ে কিছু না বললেও তিনি বুঝিয়ে দিয়েছেন বড় টুর্নামেন্টে ভারতের স্কোয়াড তাঁর মতে কেমন হওয়া উচিৎ। রোহিত শর্মার অধীনে টি-২০ ক্রিকেটে আগ্রাসী ক্রিকেটের উপর বেশি নির্ভর করছে ভারত। জাডেজা জানিয়েছেন যদি এই আগ্রাসী মেজাজেই ক্রিকেট খেলতে হয় তা হলে দল থেকে বা পড়তে হতে পারে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। তবে, মহেন্দ্র সিং ধোনির পথ অনুসরণ যদি করে ভারত তা হলে বিরাট কোহলিকে প্রথম একাশে রাখা যাবে এবং একই সঙ্গে তখন দলে নিতে হবে দীনেশ কার্তিককে।
কোহলির পাশাপাশি বাদের খাতায় জাডেজা রেখেছেন দীনেশ কার্তিককেও:
রবিবার ফ্লোরিডায় পঞ্চম টি-২০ ম্যাচের আগে সম্প্রচারকারী সংস্থাকে জাডেজা বলেছেন, "আমি যেটা শুনেছি সেই রকম...আক্রমণাত্মক খেলতে হলে অন্য রকম ভাবে দল বাছতে হবে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা যদি ওপেন করে তা হলে যে কোনও মূল্যে দীনেশ কার্তিককে দলে রাখতে হবে। ও আপনার ইনসুরেন্স। কিন্তু এই দু'জনের মধ্যে যদি এক জননা থাকে তা হলেদীনেশ কার্তিকের কোনওভূমিকা নেই। ও আমার পাশে বসতে পারে। খুব ভালধারাভাষ্যকারও। কিন্তু দলে নির্বাচনের বিষয়ে হলে আমি ওকে নেব না। এখন বিষয় হল আপনি অক্ষর (প্যাটেল) নাকি রবীন্দ্র (জাডেজা) কাকে খেলাতে চান। যদি ধোনির স্টাইল হয় তা হলে বিরাট, রোহিত, কার্তিক- তিন জনেই থাকুক।"
জাডেজার মতে বিশ্বকাপে কেমন হওয়া উচিৎ ভারতের বোলিং লাইনআপ:
গত টি-২০ বিশ্বকাপের পর থেকে ভারতের জার্সিতে একটিও টি-২০ ম্যাচ না খেলা মহম্মদ শামিকে টি-২০ বিশ্বকাপের দলে দেখছেন অজয় জাডেজা। তিনি বলেছেন, "আমি দলে শামিকে রেখেছি। আমি প্রথমে বোলারদের নির্বাচণ করি। ফলে সেখানে শামি থাকবেই। এছাড়া (জসপ্রীত) বুমরাহ, অর্শদ্বীপ (সিং), (যুজুবেন্দ্র) চাহাল থাকবে।ব্যাটিং লাইনে আমার কাছে চার জন নিশ্চিত ব্যাটসম্যান হল ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব এবং দীপক হুডা।"