করোনার রেশ কাটতে না কাটতেই চিনে থাবা বসিয়েছে জনোটিক ল্যাঙ্গিয়া। যদি করোনার মত সংক্রামক নয় এই রোগটি। ইতিমধ্যেই ৩৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাইপেইয়ে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। চিনের হানান প্রদেশেই মূলত ছড়িয়েছে এই সংক্রমণ। এমনকী পশুদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
২০২১ সালে প্রথম চিন থেকেই ছড়িেয়ছিল করোনা ভাইরাসের সংক্রমণ। তারপরেই সেটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। প্রায় ২ বছর ধরে এই ভাইরাসের সংক্রমণ কাবু গোটা বিশ্ব। প্রায় থমকে গিয়েছিল জনজীবন। তার জন্য গোটা বিশ্বের কাছে এক প্রকার কোণঠাসা হয়ে গিয়েছিল চিন। আমেরিকার তো চিনকে এই করোনা সংক্রমণ ছড়ানোর জন্য কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। চিনের গবেষণাগার থেকেই করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানো হয়েছিল বলে অভিযোগ করে আমেরিকা। বিশ্বস্বাস্থ্য সংস্থা চিনে গিয়ে তার পরীক্ষা পর্যন্ত করেছে।
২০২১ এবং ২০২২ সাল পর পর দুই বছর করোনা সংক্রমণের কারণে থমকে গিয়েছিল বিশ্ব। দফায় দফায় লক ডাউনে বিপুল আর্থিক ক্ষতি স্বীকার করতে হয়েছে সব দেশকে। অসংখ্য মানুষ মারা গিয়েছেন এই সংক্রমণে। সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন আমেরিকায়। সংক্রমণে বিধ্বস্ত হয়েছিল ইউরোপের দেশগুলি। আপাতত কিছুটা অন্তত সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণেই ৫৮ শতাংশের সংক্রামক ব্যাধি! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
তার মধ্যে আবার চিনে নতুন এক ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্ক বেড়েছে। তবে আশার কথা এই ভাইরাসের সংক্রমণ করোনার মত সংক্রামক নয়। কারণ যাঁদের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে তাঁরা কেউ কারেরা সংস্পর্শে আসেননি। পশুদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ ছড়িেয় পড়েছে।