নীতীশের এক চালে অঙ্ক বদল, দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে মহাজোটের সরকার বিহারে

নীতীশ কুমারের এক চালে মাত বিজেপি। বিজেপিকে ফালা ফালা করে সাত দলের সমর্থন নিয়ে বিহারের কুর্সিতে ফের বসছেন নীতীশই। তাঁর একটি পদক্ষেপে পুরো বদলে গিয়েছে বিহার বিধানসভার অঙ্ক। এখন মহাজোট সরকারের বিহার বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকছে। বিজেপি প্রায় একা পড়ে যাচ্ছে বিহারে।

নীতীশ সরকার গড়ছেন দুই-তৃতীয়াংশের সমর্থনে

মহাজোটের পথে পা বাড়াতই সমর্থনের ঢেউ আছড়ে পড়ল জেডিইউ প্রধান নীতীশ কুমারের দিকে। ফলে রাতারাতি বিহারে ফের সমীকরণ বদলে গেল। যেখানে শাসক আর বিরোধীর মধ্যে তেমন ফারাক ছিল না। এখন নীতীশ কুমার বিজেপির সঙ্গে ছাড়তেই আসমান-জমিন ফারাক হয়ে গেল শাসক ও বিরোধী মধ্যে। এবার নীতীশ কুমার নয়া সরকার গড়তে চলেছেন দুই-তৃতীয়াংশের সমর্থন নিয়ে।

নীতীশ কুমার মহাজোটে ভিড়তেই বিজেপি নিঃসঙ্গ

নীতীশ কুমার বিজেপি ছেড়ে মহাজোটে ভিড়লেন। একইসঙ্গে বিজেপি নিঃসঙ্গ হয়ে গেল। বিজেপি-জেডিইউয়ের সঙ্গে একজোটে ছিল হিন্দুস্তান আওয়াম মোর্চা বা হাম। ছিল নির্দেলৎ সমর্থনও। তা এবার হারাল বিজেপি। হাম পার্টি নীতীশ কুমারকেই সমর্থন করবে বলে জানিয়ে দিয়েছে। নির্দলের সঙ্গে জেডিইউয়ের যোগাযোগ আছে বলে দাবি করেছেন নীতীশ কুমার।

কার শিবিরে কতজন বিধায়ক, অঙ্কের বিচারে

২৪৩ আসনবিশিষ্ট বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। কিন্তু বিহারের পালাবদলে নীতীশ শিবিরে রয়েছেন ১৬৪ জন বিধায়ক। আর বিজেপি শিবিরে ৭৭ জন বিধায়ক। বিজেপির পাল্টা দাবি নির্দল বিধায়ক তাঁদের সঙ্গে রয়েছেন। আর মিমের বিধায়ক রয়েছেন একজন। বিহারের বর্তমান অঙ্কটা বর্তমানে এইরকম যে, আরজেডি ৭৯টি আসন নিয়ে একক বৃহত্তম দল, সঙ্গে রয়েছে জেডিইউ ৪৫, কংগ্রেস ১৯, বামফ্রন্ট ১৬, হাম ৪ এবং একজন নির্দল বিধায়ক। আর বিরোধী শিবিরে রয়েছেন বিজেপির ৭৭ জন। ওই একজন নির্দল বিজেপির দিকে থাকতে পারে বলে দাবি। মিমের বিধায়ক থাকছেন নিরপেক্ষ।

২০২০-র নির্বাচনে বিজেপি-জেডিইউয়ের ম্যাজিক ফিগার স্পর্শ

২০২০ সালের বিধানসভা নির্বাচনে জেডিইউ লড়াই করেছিল বিজেপির সঙ্গে জোট গড়ে। বিজেপির বিরুদ্ধে আরজেডি-কংগ্রেস-বামফ্রন্ট মহাজোট গঠন করলেও তা ধোপে টেকেনি। ম্যাজিক ফিগারের থেকে তিনটি আসন বেশি পেয়ে ক্ষমতা দখল করে বিজেপি-জেডিইউ জোট। আরজেডি বিহারে এককভাবে বৃহত্তম দল হয়েও শেষ রক্ষা হয়নি, কংগ্রেসের ব্যর্থতায় কুর্সি দখল অপূর্ণই রয়ে যায় কাছে এসে। আরজেডির নেতৃত্বাধীন মহাজোট মোট ১১০টি আসন পায়। বিজেপি-জেডিইউ জোটে পূর্বঘোষিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কুর্সিতে বসেন জেডিইউয়ের নীতীশ কুমারই। যদিও বিজেপি ছিলে জোটের বৃহত্তর শক্তি।

২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল

২০২০ সালের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ও জেডিইউয়ের জোট পায় ১২৫টি আসন। তার মধ্যে বিজেপি পায় ৭৪টি এবং জেডিইউ পায় ৪৩টি আসন। বাকি আটটি পায় এনডিএর বিকাশশীল ইনসান পার্টি ও হাম পা্র্টি। পক্ষান্তরে মহাজোট পায় ১১০টি আসন। আরজেডি পায় সবথেকে বেশি ৭৫টি আসন এবং কংগ্রেস পায় মাত্র ১৯টি আসন। বামেরা পায় ১৬টি। পরে আরজেডি আসন সংখ্যা বাড়াতে সমর্থন হয়, বিজেপি ও জেডিইউও আসন সংখ্যা বাড়ায়।

More NITISH KUMAR News  

Read more about:
English summary
Nitish Kumar changes equation of Bihar Assembly figure to leave ally of BJP and join in grand alliance.