ইস্টবেঙ্গলে আসা হচ্ছে না রহিম আলির:
বেশ কিছু দিন ধরে রহিম আলি ইস্টবেঙ্গলে আসতে পারেন এই রকম একটা সম্ভাবনা তৈরি হলেও তা সত্যি হচ্ছে না। ইস্টবেঙ্গলে আসছেন না রহিম, থাকছেন নিজের পুরনো দল চেন্নাইয়ান এফসি'তেই। রহিম আলিকে পাওয়ার জন্য ইস্টবেঙ্গলের পাশাপাশি ঝাঁপিয়ে ছিল আরও একটি আইএসএল-এর ক্লাব। তবে, নিজের পুরনো দলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০১৭-এ ভারতের জার্সিতে খেলা ফরওয়ার্ড রহিম আলি।
রহিমের সঙ্গে দুই বছরের চুক্তি বর্ধিত করল চেন্নাইয়ান এফসি:
রহিম আলির সঙ্গে আরও দুই বছরের চুক্তি বর্ধিত করল চেন্নাইয়ান এফসি, যার অর্থ ২০২৪ পর্যন্ত দুই বারের আইএসএল চ্যাম্পিয়নদের জার্সিতেই খেলতে দেখা যাবে তরুণ বিশ্বকাপারকে। তাঁর সঙ্গে চুক্তি বর্ধিত করার পর চেন্নাইয়ান এফসি'র অন্যতম কর্ণধার ভিটা দানি বলেছেন, "বছরের পর বছর ধরে দেশের অন্যকম তরুণ ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিক করতে পেরেছেন রহিম আলি। জাতীয় দলের সঙ্গে খেলার এবং যুব দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে ওর। ওর সঙ্গে চুক্তি বৃদ্ধি আমাদের দলকে আরও মজবুত করবে।"
চেন্নাইয়ান এফসি'র জার্সিতে রহিম আলির পারফরম্যান্স:
২০১৯-২০ মরসুমে আইএসএল-এর ফাইনালে পৌঁছনো চেন্নাইয়ান এফসি দলের অন্যতম সদস্য ছিলেন রহিম আলি। গত তিন মরসুমে ক্লাবের হয়ে ৪০টি ম্যাচে ৪টি গোল করেছেন তিনি এবং অ্যাসিস্ট করেছেন দু'টি। সিনিয়র ভারতীয় দলের হয়ে ছয়টি ম্যাচে এখনও পর্যন্ত প্রতিনিধিত্ব করেছেন রহিম আলি। ২০২১ সালের সেপ্টেম্বরে ভারতীয় দলের জার্সিতে সিনিয়র দলে অভিষেক হয় রহিমের। ২০২১ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি।
চেন্নাইয়ানের সঙ্গে চুক্তি বর্ধিত করে খুশি রহিম:
চেন্নাইয়ান এফসি'র সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়িয়ে খুশি রহিম আলি। তিনি বলেছেন, "চেন্নাইয়ান এফসি'র সঙ্গে নতুন চুক্তি সই করে আমি খুবই খুশি। কখনওই কোনও সংশয় ছিল না আমার মাথায়। আমি কোথাও যাচ্ছি না।" তবে, যেই কথা পুরোপুরি এড়িয়ে গেলেন রহিম তা হল তিনি অপেক্ষা করছিলেন এত দিন আরও বেশি দর পাওয়ার জন্য। কিন্তু যখন তাঁর দর শুনে অন্যান্য ক্লাবগুলি মুখ ফিরিয়ে নেয় তখন টিকে থাকতে পুরনো ক্লাবেই সই করতে বাধ্য হন।