সানিয়া মির্জার পর এবার সেরেনা উইলিয়ামস। মহিলা টেনিসের কিংবদন্তি সেরেনা উইলিয়ামসও জানিয়ে দিলেন ইউএস ওপেনের পরই টেনিসকে বিদায় জানাতে চলেছেন তিনি। উল্লেখ্য, সানিয়াকেও কোর্টে শেষবারের জন্য দেখা যাবে ইউএস ওপেনেই। একটি বহুল প্রচারিত ম্যাগাজিনে লিখতে গিয়েই নিজের অবসরের ইঙ্গিত দিয়েছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সেরেনা।
A must read. https://t.co/NSWDGHzsXK
— Serena Williams (@serenawilliams) August 9, 2022