পাঁজরের চোট প্যাটেলের
গতকাল ফ্লোরিডার লডারহিলে চতুর্থ টি ২০ আন্তর্জাতিক শুরুর আগে বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়, সিরিজের বাকি দুটি ম্যাচে খেলতে পারবেন না হর্ষল। পাঁজরের চোট না সারাতেই এই পদক্ষেপ। তবে তাঁর চোট কী অবস্থায় রয়েছে বা এশিয়া কাপের আগে হর্ষল ফিট হতে পারবেন কিনা তা কিছুই জানানো হয়নি। ওয়েস্ট ইন্ডিজে সাদা বলের ক্রিকেটে একটি ম্যাচেও খেলানো হয়নি এই ভারতীয় পেসারকে।
ক্যারিবিয়ান সফরে খেলেননি
ওয়েস্ট ইন্ডিজে পৌঁছানোর পর তাঁর চোট লেগেছে, নাকি ইংল্যান্ড সফরেই তিনি চোট পান তাও খোলসা করা হয়নি। ইংল্যান্ডে টি ২০ সিরিজে হর্ষল তিনটি ম্যাচেই খেলেছিলেন, চারটি উইকেট দখল করেন, গড় ছিল ২৩.২৫, ইকনমি ৮.৪৫। গত বছর টি ২০ আন্তর্জাতিকে অভিষেকের পর হর্ষল চলতি বছর ১৫টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। ৮.৭৬ ইকনমিতে নিয়েছেন ১৯ উইকেট। ভারতীয় বোলারদের মধ্যে চলতি বছর একমাত্র ভুবনেশ্বর কুমারই টি ২০-তে হর্ষলের চেয়ে বেশি উইকেট পেয়েছেন, ভুবির ঝুলিতে ১০ ম্যাচে এসেছে ২০ উইকেট। সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়া কাপ শুরু ২৭ অগাস্ট থেকে।
ধাক্কা বোলিংয়ে
ডেথ ওভারে হর্ষল প্যাটেল গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তা আইপিএল ফ্র্যাঞ্চাইজিই হোক বা ভারতীয় দলের হয়ে। পাওয়ারপ্লে কিংবা মাঝের ওভারগুলিতেও কার্যকরী ভূমিকা নেন। হর্ষল প্যাটেলের নাম টি ২০ বিশ্বকাপের দলে পাকা বলেই মনে করা হচ্ছে। কিন্তু সবটাই নির্ভর করবে চোট সারার উপর। এশিয়া কাপের পর ভারত দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি করে টি ২০ আন্তর্জাতিক খেলবে। বিসিসিআই সূত্রে খবর, হর্ষল ক্যারিবিয়ান সফর সেরে দেশে ফেরার পর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে তাঁর রিহ্যাব চলবে। কত দ্রুত তিনি ফিট হতে পারেন, এনসিএ কত তাড়াতাড়ি তাঁকে খেলার সবুজ সঙ্কেত দেয় তার উপর নির্ভর করবে হর্ষলের বিশ্বকাপের দলে থাকা। যদিও ভারতীয় দলে এখন যা প্রতিযোগিতা, তাতে বিশ্বকাপের ঠিক আগে কয়েকটি টি ২০ ম্যাচ মিস করলে তা হর্ষলের কামব্যাকের পক্ষে কঠিনই হয়ে যাবে।
স্বস্তির খবর
তবে স্বস্তির খবর নিশ্চিতভাবেই দীপক চাহারের ফিট হয়ে যাওয়া। তাঁকে জিম্বাবোয়ে সফরে একদিনের দলে রাখা হয়েছে। চাহারকে এশিয়া কাপের দলে রাখা হবে বলেও জানা যাচ্ছে। তিনি এলে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন। আবেশ খানও গতকাল দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা হয়েছেন। টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা দিতে পেরে খুশি আবেশ ছন্দে ফিরে পেয়ে সেই ধারাবাহিকতা আজকের ম্যাচেও ধরে রাখতে মুখিয়ে। হর্ষল এশিয়া কাপের দলে না থাকলে আবেশ নিশ্চিতভাবেই সেই দলে থাকবেন।