আনন্দ ফিডে ভাইস প্রেসিডেন্ট
ডরকোভিচের প্যানেলেই ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের নাম। ডরকোভিচ ভোট পেয়েছেন ১৫৭টি, তাঁর প্রকিপক্ষ আন্দ্রি ব্যারিশপোলেটস মাত্র ১৬টি ভোট পেয়েছেন, বাতিল হয়েছে ১টি ভোট, অনুপস্থিত ছিলেন পাঁচজন। বিশ্বনাথন আনন্দ যখন ফিডের নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন থেকেই নিশ্চিত ছিল তাঁর জয়। আজই তা সরকারিভাবে নিশ্চিত হলো। ফলে আনন্দ প্রশাসক হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন। চলতি চেস অলিম্পিয়াডে ভারত ওপেন ও মহিলাদের বিভাগ মিলিয়ে যে ৬টি দল নামিয়েছে তার মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্বনাথন আনন্দ। চেস অলিম্পিয়াড এ দেশে সফলভাবে আয়োজনের পিছনেও বড় ভূমিকা রয়েছে আনন্দের।
ভারতের অঘটন
এদিকে, চেস অলিম্পিয়াডে গতকাল সবচেয়ে বড় অঘটনটি ঘটিয়ে দিয়েছে ওপেন সেকশনে ভারতের বি দলটি। তারকাখচিত তথা শীর্ষবাছাই আমেরিকাকে হারিয়ে দিয়ে। ভারতের এই দলের হয়ে টানা ৮টি জয় ছিনিয়ে নিয়েছেন ডি গুকেশ। এবারের চেস অলিম্পিয়াডে তাঁর সঙ্গেই প্রথমবার এই ঐতিহ্যশালী দাবার ইভেন্টে অংশ নিয়েছেন রৌনক সাধওয়ানি, নিহাল সারিন ও আর প্রজ্ঞানন্দ। অষ্টম রাউন্ডের লড়াইয়ে খেতাব জয়ের দাবিদার মার্কিন যুক্তরাষ্ট্রের দাবাড়ুদের বিরুদ্ধে ভারতের বি দলের ৩-১ ব্যবধানে জয় স্মরণীয় হয়ে রইল। তাদের কেন ডার্ক হর্স মনে করা হচ্ছে তারও প্রমাণ রেখেছে দলটি।
দুরন্ত গুকেশ
১৬ বছরের গুকেশের কাছে পরাস্ত হয়েছেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার ফ্যাবিয়ানো কারুয়ানা। ফলে চেস অলিম্পিয়াডে অভিষেকের বছরেই এমন দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে তা স্মরণীয় করে রাখলেন গুকেশ। ১৯৯২ সালে ভ্লাদিমির ক্রামনিক ৯টি গেমে ৮.৫-এর রেকর্ড গড়েছিলেন। সেবার তাঁর রেটিং পারফরম্যান্স ছিল ২৯৫৮। সপ্তম রাউন্জের মধ্যেই গুকেশ ৩৩০০-র বেশি রেটিং পারফরম্যান্স নিশ্চিত করে ফেলেন। গুকেশের পাশাপাশি জয় পেয়েছেন সাধওয়ানি। ড্র করেছেন প্রজ্ঞানন্দ ও সারিন। তবে ওপেন সেকশনে দ্বিতীয় বাছাই ভারতের এ দল হেরে গিয়েছে আর্মেনিয়ার কাছে। খেলার ফল ১.৫-২.৫। পেরুর কাছে ১-৩ ব্যবধানে পরাস্ত হয়েছে ভারতের সি দল। ভারত বি-র কোচ আরবি রমেশ বলেন, প্রথম থেকেই আমাদের লক্ষ্য ছিল প্রথম তিনে থাকা। গুকেশ যেভাবে এগোচ্ছেন তাতে সেই লক্ষ্যপূরণ সম্ভব। পছন্দের প্লেয়ার ফ্যাবিয়ানোর বিরুদ্ধে প্রথম দিকে ছন্দে না থাকলেও জয় ছিনিয়ে খুশি গুকেশ।
মহিলাদের বিভাগে
মহিলাদের বিভাগে ভারত বি ক্রোয়েশিয়াকে গতকাল হারিয়ে দিয়েছে। ভারতের এ দল প্রথম সাতটি রাউন্ডে টানা জেতার পর গতকাল ইউক্রেনের সঙ্গে ড্র করেছে। পোল্যান্ডের কাছে ১-৩ ব্যবধানে হেরে গিয়েছে ভারতের সি দল। মহিলাদের বিভাগে ভারতের এ দল শীর্ষস্থান ধরে রেখেছে।