ভারতীয় শিবিরে ধাক্কা
ডেথ ওভারে জসপ্রীত বুমরাহ ও হর্ষল প্যাটেল ভারতীয় দলকে নিয়মিত ভরসা দিয়ে থাকেন। হর্ষল পাঁজরের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজে শেষ দুটি টি ২০ ম্যাচ থেকে ছিটকে যান। তাঁকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটি ম্যাচেও খেলানো হয়নি। ইংল্যান্ডে খেলার সময়, নাকি ওয়েস্ট ইন্ডিজে অনুশীলনে হর্ষলের চোট লাগে তা খোলসা করেনি বিসিসিআই কিংবা টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ড সফরের পর বিশ্রামে থাকা জসপ্রীত বুমরাহর চোটের খবর অবশ্য আজই প্রকাশ্যে এনেছে সংবাদসংস্থা পিটিআই।
পিঠের চোটে কাবু
বিসিসিআই সূত্রে পিটিআই দাবি করেছে, বুমরাহর পিঠে চোট রয়েছে। সে কারণে তিনি এশিয়া কাপে খেলতে পারবেন না। টি ২০ বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে ঝুঁকিও নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে রিহ্যাব শেষে ফিট সার্টিফিকেট পেলে বুমরাহ দেশের মাটিতে আগামী মাসে অসট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে খেলতে পারবেন বলে আশায় বোর্ডকর্তারা। স্বাভাবিকভাবেই ভারত সেরা বোলিং আক্রমণ নিয়ে নামতে পারছে না এশিয়া কাপে।
সময় লাগবে
আজই এশিয়া কাপের জন্য ভারতীয় দল বেছে নেওয়ার কথা। যদিও আজ তা ঘোষণা করা হবে কিনা সে ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। কিন্তু বোর্ডসূত্রে খবর, বুমরাহর যে ধরনের চোট রয়েছে তা সারতে বেশ কিছুদিন সময় লাগবে। এই পরিস্থিতিতে এশিয়া কাপে ঝুঁকি নিয়ে বুমরাহকে নামানো হলে টি ২০ বিশ্বকাপের আগে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। দলের এক নম্বর বোলার যাতে পুরো ফিট হয়ে নামতে পারেন সেটাই নিশ্চিত করা হচ্ছে।
ইংল্যান্ড থেকেই চোট সমস্যা
জসপ্রীত বুমরাহ অবশ্য গত টি ২০ বিশ্বকাপের পর থেকে মাত্র তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি টি ২০ আন্তর্জাতিক এবং গত মাসে ইংল্যান্ড সফরে একটি টি ২০ আন্তর্জাতিকে তিনি খেলেন। গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি একদিনের আন্তর্জাতিক খেলার পর সিরিজ নির্ণায়ক তৃতীয় ম্যাচে বুমরাহ নামতে পারেননি ব্যাক স্প্যাজমের কারণে। ওভালে তিনি ১৯ রানের বিনিময়ে ৬ উইকেট নেন, তারপর লর্ডস ওয়ান ডে-তে ৪৯ রানে ২ উইকেট নেন। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যামে যে টি ২০ আন্তর্জাতিকটি তিনি খেলেন, তাতে ১০ রানে ২ উইকেট নিয়েছিলেন। আপাতত হর্ষল প্যাটেলের সঙ্গে বুমরাহর রিহ্যাব চলবে এনসিএতে। এই দুই পেসারই চোটের কারণে এশিয়া কাপে নেই। দীপক চাহার জিম্বাবোয়ে সফরে একদিনের সিরিজে কামব্যাক করলেও এশিয়া কাপে আছেন স্ট্যান্ডবাই হিসেবে।