কমনওয়েলথ গেমসের বক্সিংয়ে আজ ভারতের তৃতীয় সোনাটি জিতলেন নিখাত জারিন

কমনওয়েলথ গেমসের বক্সিংয়ে আজ দশম দিনে ভারতের তৃতীয় সোনাটি নিশ্চিত করলেন নিখাত জারিন। লাইট ফ্লাইটওয়েট (৪৮ কেজি-৫০ কেজি) বিভাগে তাঁর প্রতিপক্ষ ছিলেন নর্দার্ন আয়ারল্যান্ডের কার্লি ম্যাকনল। প্রথম দুটি রাউন্ডেই পাঁচ বিচারকের দেওয়া পয়েন্টের নিরিখে নিখাত এগিয়ে যান ১০-৯ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডের শেষেই তাই সোনা জেতা ছিল সময়ের অপেক্ষা। তৃতীয় রাউন্ডে দাপট দেখিয়ে বক্সিংয়ে এদিন তৃতীয় সোনাটি নিশ্চিত করেন নিখাত।

এর আগে আজ বক্সিংয়ে নীতু ঘাঙ্ঘাস ও অমিত পঙ্ঘল সোনা জিতেছিলেন। নিখাতকে এদিন সেভাবে কোনও চ্যালেঞ্জের মুখেই ফেলতে পারেননি কার্লি। শেষে সর্বসম্মত সিদ্ধান্তে ৫-০ ব্যবধানেই জয়লাভ করেন নিখান। ভারতের ২৬ বছরের এই বক্সার এই প্রথম কমনওয়েলথ গেমসে কোনও পদক জিতলেন। চলতি বছর ইস্তানবুলে ফ্লাইটওয়েট বিভাগে তিনি সোনা জিতেছিলেন। ২০১৯ সালে ব্যাঙ্ককে এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি জেতেন রুপো, সেই ফ্লাইটওয়েটেই। তবে কমনওয়েলথ গেমসে সোনাটি এলো লাইট ফ্লাইওয়েটে। সেমিফাইনালে নিখাত ইংল্যান্ডের বক্সারকে ৫-০ ব্যবধানে হারিয়েই ফাইনালে উঠেছিলেন। কোয়ার্টার ফাইনালে ওয়েলসের হেলেন জোন্সকে তিনি পরাস্ত করেছিলেন একই ব্যবধানে। যে দাপট নিয়ে এবারের কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন তাতে মুগ্ধ ধারাভাষ্যকারেরাও।

নিখাতের এই সোনা জয় পদক তালিকায় ভারতকে তুলে এনেছে চতুর্থ স্থানে। গতকাল অবধি ভারত পদক তালিকার সপ্তম স্থানে ছিল। কিন্তু আজ ইতিমধ্যেই ভারতের ঝুলিতে এসেছে চারটি সোনা। বক্সিংয়ে তিনটি সোনার পাশাপাশি পুরুষদের ট্রিপল জাম্পে সোনা জিতেছেন এলধোস পল। পুরুষদের ট্রিপল জাম্পে আবদুল্লা আবুবকর জেতেন রুপো। মহিলাদের জ্যাভলিনে ঐতিহাসিক ব্রোঞ্জ জিতেছেন অন্নু রানি। পুরুষদের ১০ হাজার মিটার রেসওয়াতে সন্দীপ কুমার জিতেছেন ব্রোঞ্জ। মহিলা হকি দলও ব্রোঞ্জ জিতেছে। এখনও অবধি ভারতের ঝুলিতে এসেছে মোট ৪৮টি পদক। যা আজই আরও বাড়বে। ভারত এবারের কমনওয়েলথ গেমসে ১৭টি সোনা, ১২টি রুপো ও ১৯টি ব্রোঞ্জ জিতেছে। পদক তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও কানাডার পরেই। পদকের সংখ্যায় নিউজিল্যান্ডকে পিছনে ফেলে দিয়েছেন ভারতের ক্রীড়াবিদরা। টেবিল টেনিসে অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া হয়েছে সৃজা আকুলার। ব্যাডমিন্টনেও একাধিক পদক জয়ের সম্ভাবনা রয়েছে আজ। পুরুষদের ডাবলসের ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষের চেয়ে এগিয়ে রয়েছে ভারতের অচন্ত শরথ কমল ও জি সাথিয়ানের জুটি। আগামীকাল পিভি সিন্ধু, লক্ষ্য সেন ব্যাডমিন্টনে সোনা জয়ের লক্ষ্য নিয়েই ফাইনাল খেলতে নামবেন।

তাহিলা ম্যাকগ্রা করোনা আক্রান্ত হয়েও খেলছেন ফাইনাল! অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিততে ভারতের চাই ১৬২তাহিলা ম্যাকগ্রা করোনা আক্রান্ত হয়েও খেলছেন ফাইনাল! অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিততে ভারতের চাই ১৬২

More COMMONWEALTH GAMES News  

Read more about:
English summary
Commonwealth Games: India's Nikhat Zareen Wins In Women's Light Flyweight Boxing. Before Her, Amit Panghal And Nitu Ghanghas Also Have Won Gold Today In CWG Boxing.