কমনওয়েলথ গেমসের ব্যাডমিন্টনে সোনা জিতলেন পিভি সিন্ধু। মহিলা সিঙ্গলস ফাইনালে তিনি হারালেন কানাডার মিচেল লি-কে। ১৯টি সোনা জিতে পদক তালিকায় ফের চার নম্বরে ফিরল ভারত। কমনওয়েলথ গেমসে মহিলা সিঙ্গলসে এই প্রথম সোনা জিতলেন সিন্ধু। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে তিনি সোনাজয়ী মিক্সড টিমে ছিলেন। মহিলাদের সিঙ্গলসে জেতেন রুপো।
এদিন প্রথম গেমটি সিন্ধু জিতে নেন ২১-১৫ ব্যবধানে। দ্বিতীয় গেমে জয় আসে ২১-১৩ ব্যবধানে। ২০১৮ সালে গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে সিন্ধু মোট দুটি পদক জিতেছিলেন। এবার মিক্সড টিমে ভারত রুপো জিতেছে। ফাইনালে সিঙ্গলস ম্যাচটিতে সিন্ধু জয়লাভ করলেন। ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সিন্ধু ব্রোঞ্জ জেতেন। সাইনা নেহওয়ালের পর সিন্ধুই প্রথম ব্যাডমিন্টনের মহিলা সিঙ্গলসে সোনা জিতলেন। সাইনা ২০১০ সালে দিল্লি ও ২০১৮ সালে গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতেছিলেন। গোল্ড কোস্টে সোনাজয়ী মিক্সড টিমেও ছিলেন সাইনা। এ ছাড়া ২০০৬ সালে মেলবোর্ন গেমসে সাইনা মিক্সড টিমে থেকে ব্রোঞ্জ ও দিল্লি গেমসে রুপো জেতেন।
এবারের কমনওয়েলথ গেমসে দুরন্ত ছন্দে ছিলেন সিন্ধু। সিঙ্গলসে রাউন্ড অব ৩২-এর ম্যাচে তিনি ২১-৪, ২১-১১ ব্যবধানে হারান মালদ্বীপের ফতিমাথ নাবাহা আবদুল রজ্জাককে। প্রি কোয়ার্টার ফাইনালে সিন্ধুর কাছে পরাস্ত হন উগান্ডার হুসিনা কোবুগাবে। খেলার ফল ছিল ২১-১০, ২১-৯। সোনা জেতা অবধি শুধু একটি গেমেই সিন্ধু পরাস্ত হয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার জিন ওয়েই গোহ-র বিরুদ্ধে। প্রথম গেমে ১৯-২১ ব্যবধানে হেরে গিয়েছিলেন। পরের দুটি গেম সিন্ধু জিতে নেন ২১-১৪, ২১-১৮ ব্যবধানে। গতকাল তিনি সেমিফাইনালে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেন। সেমিফাইনালে সিন্ধু হারান সিঙ্গাপুরের জিয়া মিন ইওকে। খেলার ফল ছিল ২১-১৯, ২১-১৭। ফাইনালে সিন্ধু নামেন ফেভারিট হিসেবেই। দাপট দেখিয়েই জিতে নিলেন বহু প্রতীক্ষিত কমনওয়েলথ গেমস সোনা। ২০১৬ সালে রিও অলিম্পিকে সিঙ্গলসে রুপো জিতেছিলেন সিন্ধু, গত বছর টোকিওয় ব্রোঞ্জ জয় করেন। ২০১৯ সালে বাসেলে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সিঙ্গলসে সোনা জিতেছিলেন সিন্ধু। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে সিন্ধু সিঙ্গলসে রুপো জিতেছিলেন।
ব্যাডমিন্টনে ভারতের সামনে এখনও দুটি সোনার হাতছানি রয়েছে। একটু পরেই পুরুষদের সিঙ্গলস ফাইনালে খেলতে নামবেন লক্ষ্য সেন। প্রতিপক্ষ মালয়েশিয়ার এনজি জে ইওং। ঠিক তার পরেই ডাবলস ফাইনালে ইংল্যান্ডের বেন লেন ও সিন ভেন্ডি জুটির বিরুদ্ধে নামবেন চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি। ভারত এখনও অবধি চলতি কমনওয়েলথ গেমসে ১৯টি সোনা, ১৫টি রুপো ও ২২টি ব্রোঞ্জ জিতেছে। পদকের সংখ্যা বেড়ে হলো ৫৬। ভারত রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও কানাডার পরেই। নিউজিল্যান্ডকে পাঁচে নামিয়ে চারে উঠে এসেছে ভারত।