দলীপ ট্রফি দিয়ে শুরু ঘরোয়া ক্রিকেট, ঘোষিত সূচিতে ইরানি কাপের প্রত্যাবর্তন, রঞ্জি ফিরল আগের ছন্দে

দলীপ ট্রফি দিয়ে শুরু হচ্ছে ভারতের ঘরোয়া ক্রিকেট মরশুম। ২০২২-২৩ মরশুমের জন্য ঘরোয়া ক্রিকেটের সূচি আজই প্রকাশ করেছে বিসিসিআই। বিভিন্ন টুর্নামেন্ট মিলিয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত দেড় হাজারেরও বেশি ম্যাচ হবে। রঞ্জি ট্রফিও ফিরল আগের ছন্দে। ঐতিহ্যশালী ইরানি কাপও বন্ধ থাকার পর ফের চালু হবে। সবমিলিয়ে করোনা পরিস্থিতির উন্নতির পর পূর্ণাঙ্গ ক্রিকেট মরশুমের ঘোষণাই আজ করল বোর্ড।

More BCCI News  

Read more about:
English summary
BCCI Announced The Schedule Of India’s Domestic Season 2022-23 Over 1500 Matches Will Be Held From September 2022 To Mid-March 2023.
Story first published: Monday, August 8, 2022, 15:41 [IST]