বারবার রাজনীতিতে ইউ-টার্ন! নীতীশ কুমারের রাজনৈতিক জীবন চমকে দেওয়ার মতো

ফের পালাবদলের পথে বিহার! ফের u-turn নিতে চলেছেন নীতীশ কুমার। গত কয়েকদিন ধরেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছিল। তবে সম্প্রতি সেই ফাটল চওড়া হতে চলেছে? এমনটাই মত রাজনৈতিকমহলের। বিশেষ করে নীতি আয়োগের বৈঠকে নীতীশ কুমারের অনুপস্থিতি সেই জল্পনা বাড়িয়েছে। আর এই জল্পনার মধ্যেই মঙ্গলবার দলের জরুরি বৈঠক ডেকেছেন বিহারর মুখ্যমন্ত্রী। যেখানে দলের সমস্ত সাংসদ এবং বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আর সেখানেই কি বিজেপির সঙ্গে সম্পর্কে ইতি?

সোনিয়াকে ফোন নীতীশের

নীতি আয়োগের বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রীর যোগ না দেওয়া নিয়ে দলের দাবি, শরীর সসুথ নীতীশ কুমারের। কিন্তু সোনিয়া গান্ধীকে কেন ফোন করলেন? তা নিয়ে অবশ্য স্পিকটি নট দল। তবে সোনিয়া গান্ধীর জোট নিয়েই সম্ভবত আলোচনা হয়েছে বলেই খবর। এই অবস্থায় আগামী ৪৮ ঘন্টা বিহারের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যে কোনও মুহূর্তে বিহারের বুকে ফের মহাজোট?

২০১৬ সালে জোট বেঁধে বিহারে সরকার গঠন করেন নীতীশ

আরজেডি 'র সঙ্গে ২০১৬ সালে জোট বেঁধে বিহারে সরকার গঠন করেন নীতীশ কুমার। মহাজোটে ছিল কংগ্রেস এবং বাম বিধায়করাও। কিন্তু হঠাত করেই ২৬ জুলাই, ২০১৭ সালে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেন নীতিশ। যা নিয়ে একেবারে হৈহৈ কাণ্ড বেঁধে যায়। কিন্তু পরবর্তীকালে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেন নীতীশ। ফের মুখ্যমন্ত্রী হন তিনি। এরপর ২০২১ সালে নীতীশ কুমার বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াই করে এবং যেতে। কিন্তু JD(U) ৪৩ টি আসন পায়।

বিহারে রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে- এক নজরে টাইম লাইন-

More NITISH KUMAR News  

Read more about:
English summary
switch hits and u-turn, what Nitish Kumar did in his political career in Bihar