'এটা ওদের ম্যাচ ছিল', রূপো জয়ী ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানালেও হরমনপ্রীতদের হতাশা থাকবে জানিয়ে দিলেন সৌরভ

কমনওয়েলথ গেমসে রূপো জয়ী ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইট করে ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন মহারাজ। তবে, সোনা হাতছাড়া করাটা গোটা দলকে যে হতাশ করবে তা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন মহারাজ। ফাইনালটি ভারতের জেতা ম্যাচ ছিল মনে করেন মহারাজ।

মহিলা দলকে শুভেচ্ছা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের:

কমনওয়েলথ গেমস ২০২২-এ রূপো জেতা ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সোনা জেতার সহজ সুযোগ হাতছাড়া করায় গোটা দল যে হতাশ হবে তা নিজের টুইটে উল্লেখ করেছে সৌরভ। তিনি লিখেছেন, "ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা রূপো জেতার জন্য...কিন্তু হতাশ হয়েই বাড়ি ফিরবে ওরা কারণ আজকের এই ম্যাচটা ওদের ছিল।"

ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের সংক্ষিপ্তসার:

কমনওয়েলথ গেমস ২০২২-এর ক্রিকেটের ফাইনালে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। ২০ ওভারে অস্ট্রেলিয়া তোলে ১৬১/৮ রান। অস্ট্রেলিয়ার ওপেনার বেথ মুনি ৪১ বলে ৬১ রানের ইনিংস খেলেন। অধিনায়ক ল্যানিং রান আউট হওয়ার আগে করেন ৩৬ রান। অ্যাশলেগ গার্ডনার করেন ২৫ রান, ১৮ রানের অপরাজিত ইনিংস খেলেন রাচেল হেইনস। ভারতের হয়ে দুইটি করে উইকেট পান স্নেহ রানা এবং রেনুকা সিং। একটি করে উইকেট পান দীপ্তি শর্মা এবং রাধা যাদব।

ফাইনাল ম্যাচে ১৬২ রান তাড়া করতে নেমে ম্যাচের শেষ ওভারের আগের ওভার পর্যন্ত নিয়ন্ত্রণে থাকলেও স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি ভারতের মেয়েরা এবং সেই কারণেই এই ব্যর্থ। ভারতের হয়ে অধিনায়ক হরমনপ্রীত কউর করেন ৬৫ রান। জেমিমা রড্রিগেজের ব্যাট থেকে আসে ৩৩ রান। ব্যর্থ হয়েছেন দুই ওপেনার শেফালি বর্মা (১১) এবং স্মৃতি মন্ধনা (৬)। ভারতের এই হারের প্রধান কারণ লোয়ার অর্ডারের ব্যাটিং ব্যর্থতা এবং বোঝাপড়ারও অভাব। এই ম্যাচে ভারতের তিন জন ব্যাটার রানআউট হয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নেন অ্যাশলেগ গার্ডনার, দু'টি উইকেট পেয়েছেন মেগান স্কুট এবং একটি করে উইকেট পেয়েছেন ডার্সি ব্রাউন এবং জেস জোনাসেন।

কমনওয়েলথ গেমসে রূপো জেতার পর ভারত অধিনায়ক হরমনপ্রীত কউরের প্রতিক্রিয়া:

কমনওয়েলথ গেমসে রূপো জেতার পর ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউর এনডিটিভি'কে বলেছেন, "অবশ্যই এইটা আমাদের সকলের জন্য বড় মুহূর্ত। প্রথম বার আমরা কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছিলাম এবং যে ভাবে পুরো টুর্নামেন্ট আমরা খেলেছে তা দেখার মতো। সোনার পদকের কাছাকাছি পৌঁছিয়েছিলাম আমরা কিন্তু আবারও সেই একই ভুল করি যেই ভুলগুলো বড় টুর্নামেন্টে আমরা করে আসছি। লোয়ার অর্ডার ব্যাটিংকে মজবুত করতে কাজ করতে হবে আমাদের। আমি নিশ্চিত আগামী টুর্নামেন্টগুলিতে আমরা ভাল ফল করব। আমার মনে হয় এই রূপোর পদক অনেকটা বড় বিষয়, এই পদক দেশের তরুণী মেয়েদের আরও বেশি মোটিভেট করবে।"

কোভিড আক্রান্ত হয়েও ফাইনাল তাহিলা ম্যাকগ্রার খেলা নিয়ে হরমনপ্রীতের প্রতিক্রিয়া:

ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, "টসের আগে ওরা এই বিষয়টা জানায় আমাদের। এগুলো এমনই জিনিস যা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। স্পোর্টসম্যানস্পিরিট দেখিয়ে আমরা মাঠে নামি, ও অতটাও অসুস্থ ছিল না। আমাদের কাজটা আমরা করি, এটা আমাদের নিয়ন্ত্রণে ছিল না।"

More COMMONWEALTH GAMES News  

Read more about:
English summary
BCCI President Sourav Ganguly congratulates India Women's Cricket Team for Winning Silver in Commonwealth Games 2022. But the legendary cricketer himself made it clear that the team will go home disappointed because they had a wonderful chance to win the Gold.