নয়া রণকৌশল
টি ২০ বিশ্বকাপে গত বছর পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে গিয়েছিল ভারত। এবারও অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ অভিযান ভারত শুরু করবে পাকিস্তান ম্য়াচ দিয়েই। এশিয়া কাপের পর দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ খেলে বিশ্বকাপ অভিযানে যাবে রোহিত শর্মার ভারত। ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ সফরে টি ২০ সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। আজ রোহিতরা নামবেন ৪-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করতে। তবে এরই মধ্যে চলছে ভারত-পাকিস্তান দ্বৈরথের কাউন্টডাউন। রোহিত শর্মা স্টার স্পোর্টসের শো ফলো দ্য ব্লুজ অনুষ্ঠানে বলেছেন, গতবার টি ২০ বিশ্বকাপে আমরা ফাইনালে উঠতে পারিনি। তখন থেকেই আমরা ঠিক করেছি আমাদের খেলার ধরনে পরিবর্তন আনতেই হবে। উল্লেখ্য, ভারতীয় দল আগের চেয়ে অনেক আগ্রাসী ব্যাটিং করছে। এশিয়া কাপের আগে রোহিত বলেন, দল কী চাইছে সেটা যদি অধিনায়ক ও কোচ স্পষ্ট করে দেন, তাহলে দলের বাকিরা সেটাই করার চেষ্টা করবেন। এ জন্য তাঁদের স্বাধীনভাবে খেলতে দেওয়া দরকার। স্বচ্ছ্ব ভাবনা নিয়ে তাঁরা যাতে সেটা করতে পারেন সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। যতটা সম্ভব স্বাধীনতা দেওয়া হচ্ছে।
লিডারদের উপস্থিতি
রোহিতের দলে অনেকেই আছেন যাঁরা দেশকে বা আইপিএলে দলকে নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দিয়েছেন। এই প্রসঙ্গে রোহিত বলেন, দলের মতো এত লিডার থাকা সত্যিই খুব ভালো ব্যাপার। দলে সেইসব প্লেয়ারই দরকার যাঁরা চাপ সামলাতে পারেন, খেলাটা বোঝেন এবং একে অপরের সম্পর্কে ভালোভাবে জানেন। যাঁরা কোনও দলকে নেতৃত্ব দেন, তাঁরা এটা ভালোভাবেই করতে পারেন এবং তাতে দলেরও যে সুবিধা হয় সেটা বুঝিয়ে দিয়েছেন হিটম্যান। গত আট মাসে বিভিন্ন ফরম্যাটে ৬ জন ভারত অধিনায়কের দায়িত্ব সামলেছেন। রোহিত বলেন, দলে লিডারশিপ সব সময় গুরুত্বপূর্ণ। আমরা সকলেই আইপিএলে খেলি, যেটা ১০ দলের টুর্নামেন্ট। সেখানে নেতৃত্ব দেওয়া ১০ জনও কোনও না কোনও ভারতীয় দলে থাকবেন এটা স্বাভাবিক। একে অপরকে তাঁরা জানেন বলে আমার কাজও সহজ হয়ে যায়। ফলে আমার ভাবনা সম্পর্কে কোনও কিছু বিকল্প পরামর্শ দিতেও সকলেই প্রস্তুত থাকেন। অধিনায়ক হিসেবে সেটাকে গুরুত্ব দেওয়া বা নিশ্চিত করাও আমার কাজ।
কোচ-অধিনায়ক জুটি
ভারতীয় দলের সাম্প্রতিক সাফল্য বা আগামী টুর্নামেন্টগুলিতে হেড কোচ রাহুল দ্রাবিড়ের অবদানও অনস্বীকার্য। রোহিতের কথায়, আমি যখন একদিনের আন্তর্জাতিক প্রথম খেলি, তখন রাহুল দ্রাবিড় অধিনায়ক। তাঁর ক্যাপ্টেন্সিতে আমি খেলেছি। আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া অনেক আগে থেকেই রয়েছে। আমি যখন চোট পেয়ে মাঠের বাইরে ছিলাম, দীর্ঘ সময় ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে রিহ্যাবের জন্য কাটিয়েছি, তখন উনি এনসিএতে ছিলেন। আমাদের দুজনের মধ্যে অনেক কথাবার্তা হতো। আমার খেলা খুব কাছ থেকে ফলো করেছেন 'রাহুল ভাই'।
ভাবনায় মিল
গত টি ২০ বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা পাকাপাকিভাবে যথাক্রমে ভারতের কোচ ও অধিনায়ক হিসেবে নতুন ইনিংস শুরু করেছেন। রোহিত বলেন, তিনি কোচ এবং আমি অধিনায়ক হওয়ার পর আমরা দুজন একটা ঘরে বসে আলোচনা করেছি কীভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই ব্যাপারে। আমার ভাবনার সঙ্গে তাঁর ভাবনারও মিল রয়েছে। ফলে দলের সকলের উদ্দেশে বার্তা পাঠানো সহজ হচ্ছে। এতে দলে কারও কোনও দ্বিধা থাকছে না। এতেই স্পষ্ট, তিন ফরম্যাটে দল কোথায় কীভাবে খেলবে, কী কী বদলের প্রয়োজন সেই সিদ্ধান্ত রাহুল ও রোহিত মিলেই নিচ্ছেন।