কমনওয়েলথ গেমস ২০২২-এ মহিলাদের সিঙ্গলসে ফাইনালে জায়গা করে নিলেন পিভি সিন্ধু। ভারতীয় তারকা মহিলা সাটলারের বিরুদ্ধে হার সিঙ্গাপুরুরের প্রতিযোগী ইয়ো জিয়া মিনের। স্ট্রেট গেমেস সিন্ধু পরাজিত করেছেন এই সাটলারকে। সিন্ধুর পক্ষে খেলার ফল ২১-১৯ এবং ২১-১৭।
এই জয়ের ফলে কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে প্রথম সোনা জয়ের আশা বাঁচিয়ে রাখলেন সিন্ধু। অলিম্পিকে জোড়া পদক জয়ী সাটলার ইয়ো জিয়া মিনকে দাঁড়াতেই দেননি এই ম্যাচে। এই নিয়ে লাগাতার দ্বিতীয় বার কমনওয়েলথ গেমসের ফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু। ২০১৮ সালে গোল্ডকোস্টে আয়োজিত কমনওয়েলথ গেমসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পিভি সিন্ধু পরাজিত হয়েছিলেন ২০১২ অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা নেহওয়ালের বিরুদ্ধে।
সেমিফাইনালে সিঙ্গাপুরের প্রতিযোগীকে স্ট্রেট গেমে হারালেও কঠিন পরিশ্রম করতে হয়েছে পিভি সিন্ধুকে এই ম্যাচ জেতার জন্য। সিঙ্গাপুরের ইয়ো জিয়া মিন সিন্ধুর সামনে এঁটে উঠতে না পারলেও দারুণ লড়াই দিয়েছিলেন। দুর্দান্ত ফর্মে এই মুহূর্তে রয়েছেন পিভি সিন্ধু। চলতি কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত একটি ম্যাচেও তিনি হারেননি। কমনওয়েলথ গেমস ২০২২-এ মিক্সড টিম ইভেন্টে ভারতের রূপো জয়ী দলের সদস্য তিনি। এমনকী মালয়েশিয়ার বিরুদ্ধে একমাত্র জয়ী ভারতীয় সাটলার তিনি। ভারতের বিরুদ্ধে খেলার ফল হয়েছিল ৩-১।
২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন পিভি সিন্ধু। যদিও মিক্সড টিম ইভেন্টে গোল্ড কোস্টে সোনা জিতেছিলেন এই তরুণী।