|
ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত ৩
প্রকাশিত খবর অনুযায়ী, এদিন ভোর ৫ টায় মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গে ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে। একই সময়ে অনেকে নিচে পড়ে গেলেও ওঠার সুযোগ পাননি। তবে খুব তাড়াতাড়ি ভিড় নিয়ন্ত্রণকরা হয় বলে দাবি করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা আহতদের হাসপাতালে পৌঁছনোর ব্যবস্থা করেন। সেখানেই তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় অন্য আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে।
ঘটনাস্থলে প্রশাসনিক কর্তারা
খবর পেয়েই ঘটনাস্থলে যান পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা। পাশাপাশি মন্দির কমিটির প্রহরীরাও ব্যবস্থা গ্রহণ করেছে। খাটু শ্যামজি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গিয়েছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।
পর্যাপ্ত দর্শনের সুবিধা নেই
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করোনা পরে এখন খাটু শ্যামজি মন্দিরে প্রতিমাসেই মাসিক মেলায় লক্ষাধিক ভক্তের সমাগম হয়। কিন্তু মন্দিরের আয়তন কম এবং পর্যাপ্ত দর্শনের সুবিধা সেখানে নেই। সেই কারণেপ্রতিদিনই বিক্ষিপ্ত দুর্ঘটনা ঘটছে বলে জানা গিয়েছে।
|
শোক প্রকাশ ওম বিড়লার
এদিনের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের কোটার বিজেপি সাংসদ তথা লোকসভার স্পিকার ওম বিড়লা। টুইটারে তিনি বলেছেন, খাটু শ্যামজির মন্দিরে পদপিষ্ট হয়ে বহু ভক্তের মৃত্যুর ঘটনা হৃয় বিদারক। তিনি মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আহতদের গ্রুত আরোগ্য কামনা করেছেন।