মহিলাকে হেনস্তার অভিযোগ
শ্রীকান্ত ত্যাগী নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মহিলাকে হেনস্তার অভিযোগ ওঠে। শ্রীকান্ত ত্যাগী বিজেপি নেতা বলে নিজের পরিচয় দেন। নয়ডার সেক্টর ৯৩-তে গ্রান্ড ওম্যাক্সে এক মহিলাকে হেনস্তা করেন। অভিযোগ শ্রীকান্ত ত্যাগী ওই সোসাইটিতে অবৈধ নির্মাণ করছিলেন। সেখানে গাছ লাগানোয় আপত্তি জানিয়েছিলেন সোসাইটির এক মহিলা। তিনি অভিযোগ করেছিলেন, এখানে গাছ লাগালে সাধারণ মানুষ চলাচলে অসুবিধা হবে। মহিলা জানিয়েছিল, ত্যাগীর কোনও অধিকার নেই সেখানে গাছ লাগানোর। এরপরেই দুজনের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। ত্যাগী নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ওই মহিলাকে গালাগালি করতে থাকেন। মহিলাকে মারধর করেন স্বঘোষিত ওই বিজেপি নেতা। এমনকী ওই মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে শ্রীকান্ত ত্যাগীর। সোশ্যাইটির স্থানীয় বাসিন্দারা এর ভিডিও করেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ে। ত্যাগীকে ওই মহিলার স্বামীকেও আপত্তিকর মন্তব্য করেন। কিন্তু শ্রীকান্ত ত্যাগীর ক্ষমতার ভয়ে কোনও পদক্ষেপ নিতে ভয় পান তাঁরা। সেই সময় স্থানীয় বাসিন্দারা সেভাবে প্রতিবাদ করতে পারেননি।
উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্তে খুশি স্থানীয় বাসিন্দারা
সোমবার সকালে সোসাইটিতে বুলডোজার ঢুকতেই স্থানীয় বাসিন্দারা বেশ খানিকটা অবাক হয়ে যান। এরপর বুলডোজার দিয়ে শ্রীকান্ত ত্যাগীর অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। এতে উচ্ছ্বসিত হয়ে পড়েন সোসাইটির বাসিন্দারা। হাত তালি দিয়ে তাঁরা উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান। সোস্যাইটির স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, 'আমরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সিদ্ধান্তে খুশি। ত্যাগী একের পর এক বেআইনি নির্মাণ করতেন। আমাদের হুমকি দিতেন। আমরা ভয়ে তটস্থ থাকতাম।' ২০১৯ সালেই ত্যাগীর বিরুদ্ধে গ্রান্ড ওম্যাক্স অ্যাসোসিয়েশনের অ্যাপার্টমেন্টের মালিকরা ত্যাগীর বিরুদ্ধে জোর করে দখল ও অবৈধ নির্মাণের অভিযোগ করে নয়ডা কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছিলেন। সেই প্রেক্ষিতে ত্যাগীকে ২০২০ সালে একটি নোটিশ পাঠানো হয়।
পলাতক স্বঘোষিত বিজেপি নেতা
একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসার পর বিজেপি ত্যাগীর সঙ্গে দুরত্ব করে নিয়েছে। উত্তরপ্রদেশের বিজেপির তরফে জানানো হয়েছে, তাদের সঙ্গে ত্যাগীর কোনও সম্পর্ক নেই। বর্তমানে শ্রীকান্ত ত্যাগী পলাতক। নয়ডার ওই সোসাইটির এক বাসিন্দা শ্রীকান্ত ত্যাগীর বিরুদ্ধে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ করেছে। নয়ডা পুলিশ শ্রীকান্তের বিরুদ্ধে পরে গ্যাংস্টার অ্যাক্ট চাপিয়ে দিয়েছে। এরফলে শ্রীকান্ত ত্যাগীর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে বা ভেঙে গুড়িয়ে ফেলা হতে পারে। অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ রণবিজয় সিং জানিয়েছেন, পুলিশ ত্যাগীর সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে। শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে।