আজই কি শেষ দিবস বাদল অধিবেশনের? বিরোধীদের রুখতেই কি এই পরিকল্পনা মোদীর

আজই শেষ হয়ে যেতে পারে সংসদের বাদল অধিবেশনে। এমনই শোনা যাচ্ছে। উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে শেষ বিদায় জানানোর পরেই এবছরের মত বাদল অধিবেশন মুলতুবি করা হতে পারে। সেই সঙ্গে কয়েকটি বিল পেশ হওয়ার কথাও রয়েছে। বিরোধীদের কণ্ঠ রোধ করতেই তড়িঘড়ি বাদল অধিবেশন মুলতুবি করার পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজই শেষ হতে পারে সংসদের বাদল অধিেবশন। প্রসঙ্গত উল্লেখ্য আজই রাজ্যসভায় ভেঙ্কাইয়া নাইডুর শেষ দিন। উপরাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হচ্ছে আজ। তাঁকে শেষ বিজায় জানাবেন জনপ্রতিনিধিরা। নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন জগদীপ ধনখড়। বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। একাধিক বিরোধী রাজনৈতিক দল সমর্থন জানিেয়ছেন। তাই নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছিলেন বিরোধীদের প্রার্থী।

সংসদের বাদল অধিবেশন ১০ অগাস্টের আগেই শেষ করে দেওয়ার পরিকল্পনায় রয়েছে মোদী সরকার। বিরোধী দলগুলির কাছে িচঠি দিয়ে সেই ইচ্ছে প্রকাশ করেেছ মোদী সরকার। কারণ সামনেই রাখি পূর্ণিমা রয়েছে। তার ছুটি পড়ে যাচ্ছে। আগামীকাল মহরমের ছুটি। তারপরেই আবার রাখীপূর্ণিমা। কাজেইআজই সংসদের শেষ বাদল অধিবেশন বসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কেন্দ্র।

সূত্রের খবর সংসদের বাদল অধিবেশনে যে কয়েকটি বিল পেশ এবং পাস করার কথা ছিল তার সবকটিই প্রায় হয়ে গিয়েছে। সোমবার কয়েকটি মাত্র বিল পেশ করেই অধিবেশনে ইতি টানা হবে বলে জানানো হয়েছে। যদিও বিরোধীদের অভিযোগ মোদী সরকার বিরোধীর মুখ বন্ধ করতেই তড়িঘড়ি বাদল অধিবেশন শেষ করার পরিকল্পনা করছে। বাদল অধিবেশনের প্রথম থেকেই বিক্ষোভে সামিল হয়েছিলেন বিরোধীরা। ১৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। তারপরে আবার লোকসভায় ৪ কংগ্রেস সাংসদের সাসপেনশন ফিরিয়ে নেওয়া হয়। তারই মধ্যে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের ইডি তলব নিয়েও সরব হয়েছিল বিরোধীরা।

More MONSOON SESSION News  

Read more about:
English summary
Monsoon session will end today