বাহরিন
ভারত ছাড়াও মধ্যপ্রাশ্চাত্যের এই দেশে ব্রিটিশ শাসনের অধীনে ছিল। ভারতবর্ষ স্বাধীন হওয়ার প্রায় দুদশক পরে এই বাহরিন দেশটি ব্রিটিশ শাসন মুক্ত হয়েছিল। সালটি ছিল ১৯৭১ সালের ১৫ আগস্ট। বাহরিন ও ব্রিটেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। তারপরেই এই দেশ স্বাধীন হয়েছিল। আর সেই চুক্তিটি হয়েছিল স্বাক্ষরিত হয়েছিল ১৫ আগস্ট। বাহরাইন দেশটি স্বাধীনতা দিবস পালন করেন ১৬ আগস্ট তা পালন করা হয়।
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ায় প্রতি বছর ১৫ আগস্ট ন্যাশনাল লিবারেশন ডে পালন করা হয়। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া জায়গায় ঐদিন ওখানে সাধারণ জাতীয় ছুটির দিন পালন করা হয়। ১৯৪৫ সালের ১৫ অগাস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা সোভিয়েত রাশিয়ার কাছে আত্মসমর্পণ করায় জাপানি উপনিবেশ পতন হয়। তাই ওই দিনটিতেই তারা স্বাধীনতা দিবস পালন করে থাকেন।
গণপ্রজাতন্ত্রী কঙ্গো
আফ্রিকায় অবস্থিত গণপ্রজাতন্ত্রী কঙ্গো দেশটি। যেখানে ১৫ অগাস্ট ভারতবর্ষের সঙ্গে সঙ্গে এই দেশেও স্বাধীনতা দিবস পালন করা হয়। ১৮৮০ সালে ফরাসি শাসন শুরু হয়েছিল। এই দেশে ১৯৬০ সালে ফরাসি উপনিবেশের পতন হয়, এই দেশের নাম ছিল ফ্রেঞ্চ কঙ্গো। ১৯০৩ সালের নাম হয় মধ্যকঙ্গ। ১৫ অগাস্ট এই দেশ স্বাধীন হয়েছিল। তাই এই দিন সেখানকার বাসিন্দারা স্বাধীনতা দিবস এখনোও পালন করেন।
লিচেনস্টাইন
বিশ্বের সবথেকে ছোট দেশ লিচেনস্টাইন। এই দেশটি অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মাঝে অবস্থিত দেশ। ১৮৬৬ সালের জার্মানদের হাত থেকে স্বাধীনতা পেয়েছিল এই দেশ। ১৯৪০ সাল থেকে ১৫ অগাস্ট থেকে এই দিনটিতে জাতীয় দিবস হিসেবে পালন করা হয়।