‘অজিত পাওয়ার প্রয়োজনমতো ভুলে যান...’ মন্ত্রিসভার সম্প্রসারণ ইস্যুতে প্রতিক্রিয়া দেবেন্দ্র ফড়নবীশের

মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে অস্বস্তিতে মহারাষ্ট্র সরকার। দিল্লি থেকে সবুজ সঙ্কেত পাচ্ছে না বলেই মহারাষ্ট্রের মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে না বলে বিরোধী দলনেতা অজিত পাওয়ার কটাক্ষ করেন। অজিত পাওয়ার মন্তব্যে পাল্টা জবাব দেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। মহাবিকাশ আঘাদি সরকার ৩২ দিন পর মন্ত্রিসভা গঠন করেছিলেন, তা মনে করিয়ে দেন।

দিল্লি থেকে অনুমতি মিলছে না

মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে তীব্র কটাক্ষ করেন এনসিপি বিধায়ক অজিত পাওয়া। মহারাষ্ট্রের বিরোধী দলনেতা অজিত পাওয়ার বলেন, 'এটা খুব সহজ অঙ্ক। এই দুই নেতা দিল্লি থেকে সবুজ সঙ্কেত পাচ্ছেন না। সেই কারণে মন্ত্রিসভার সম্প্রসারণ করতে পারছেন না।' একাধিকবার একনাথ শিন্ডে বা দেবেন্দ্র ফড়নবীশ মহারাষ্ট্রে মন্ত্রিসভা সম্প্রসারণ দ্রুত হবে বলে আশ্বাস দেন। কিন্তু এখনও পর্যন্ত হয়নি। এই প্রসঙ্গে অজিত পাওয়ার বলেন, 'আমি শুনেছি রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের পরেই রাজ্যের মন্ত্রিসভা সম্প্রসারণ হবে।' তিনি বলেন, 'আমরা ক্রমাগত মহারাষ্ট্রে মন্ত্রিসভা সম্প্রসারণের দাবি করে আসছি। রাজ্যে ভারি বৃষ্টিপাতের ফলে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু মানুষ বিপাকে পড়েছে। এছাড়াও রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ অথবা কৃষকদের একাধিক সমস্যা সমাধানের জন্য দ্রুত মন্ত্রিসভা সম্প্রসাণের প্রয়োজন।'

দ্রুত মন্ত্রিসভা গঠনের আশ্বাস

অজিত পাওয়ারের মন্তব্যে তীব্র অস্বস্তিতে দেবেন্দ্র ফড়নবীশ। তিনি বলেন, অজিত পাওয়ার বিরোধী দলনেতা। তিনি এই ধরনের মন্তব্য করবেন। কিন্তু তিনি প্রয়োজনমতো সব ভুল যান। তিনি ভুলে গিয়েছেন মহা বিকাশ আঘাদি সরকারের প্রথম ৩২ দিন মাত্র পাঁচ জন মন্ত্রী ছিলেন। তবে এহেন মন্তব্য নেহাৎ অস্বস্তি ঢাকতে তা বলার অপেক্ষা রাখে না। ৩০ জুন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেন। তারপর থেকে রাজ্যে এই দুই মন্ত্রী সরকার চালাচ্ছেন। দেবেন্দ্র ফড়নবীশ রবিবার কোন দিন নির্দিষ্ট না করেই বলেন, দ্রুত মহারাষ্ট্রের মন্ত্রিসভা সম্প্রসারণ হবে। তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের সঙ্গে মন্ত্রিসভার সম্প্রসারণের কোনও সম্পর্ক নেই। প্রসঙ্গত, দলের নাম ও প্রতীকের অধিকার নিয়ে ঠাকরে শিবির ও শিন্ডে শিবির সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এর আগে বৃহস্পতিবার বিজেপি নেতা সুধীর মুন্টিগাওয়ার বলেন, আগামী ১৫ আগস্টের মধ্যে রাজ্যে মন্ত্রিসভা গঠিত হবে। তবে রবিবার দেবেন্দ্র ফড়নবীশ মন্ত্রিসভার সম্প্রসারণের বিষয়ে কোনও নির্দিষ্ট দিনের উল্লেখ করেননি।

বিরোধীদের সমালোচনার মুখে শিন্ডে ও ফড়নবীশ

মহারাষ্ট্রে দুই মন্ত্রী নিয়ে সরকার চালানোর ঘটনায় বার বার বিরোধীদের মুখে পড়েছেন দেবেন্দ্র ফড়নবীশ ও একনাথ শিন্ডে। একাধিবার শিন্ডে ও ফড়নবীশ মন্ত্রিসভা সম্প্রসারণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। শনিবার বিরোধীদের মুখে পড়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, 'মন্ত্রিসভার সম্প্রসারণে দেরি হওয়ার সরকারের কাজে কোনও প্রভাব পড়েনি। আমি ও উপমুখ্যমন্ত্রী রাজ্যের জন্য সিদ্ধান্ত গ্রহণ করছি।' তাই মন্ত্রিসভার সম্প্রসারণে দেরি হওয়ার কারণে রাজ্যের সাধারণ মানুষের কোনও সমস্যা হচ্ছে না বলেও তিনি দাবি করেন।

পাঁচ দিন আগেই স্পেশ্যাল রাখি মোদীর ঘরে, দিলেন পাকিস্তানি মহিলা পাঁচ দিন আগেই স্পেশ্যাল রাখি মোদীর ঘরে, দিলেন পাকিস্তানি মহিলা

More DEVENDRA FADNAVIS News  

Read more about:
English summary
Without announcing any date Maharashtra Deputy CM said about cabinet expansion
Story first published: Sunday, August 7, 2022, 19:44 [IST]