CWG 2022: নবীন কুস্তিতে সোনা জিতলেন পাকিস্তানের প্রতিপক্ষকে উড়িয়ে, হকিতে পদক নিশ্চিত ভারতের

কমনওয়েলথ গেমসের নবম দিনে ভারত পদকের সংখ্যা যেখানে বাড়িয়ে নিল অনেকটাই, তেমনই পদক নিশ্চিতও হয়েছে বেশ কয়েকটি। শনিবারও সবচেয়ে বেশি সাফল্য এসেছে কুস্তিতে। তিনটি সোনা ও দুটি ব্রোঞ্জ জিতেছেন ভারতের কুস্তিগীররা। বক্সিংয়ে জেসমিনের পর মহম্মদ হুসামউদ্দিন ব্রোঞ্জ জিতলেন। পুরুষদের হকিতে দক্ষিণ আফ্রিকাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছে ভারত।

কভেন্ট্রি অ্যারেনা রেসলিং ম্যাট বি-তে পাকিস্তানের মহম্মদ শরিফ তাহিরকে হারিয়ে সোনা জিতেছেন নবীন। ৯-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেন ভারতীয় কুস্তিগীর। পুরুষদের ১/৮ ফাইনালে নবীন ১৩-৩ ব্যবধানে হারান নাইজেরিয়ার প্রতিপক্ষকে। কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করেন ১০-০ ব্যবধানে। সেমিফাইনালে নবীনের সামনে ছিলেন ইংল্যান্ডের কুস্তিগীর। সেখানে জয় ১২-১ ব্যবধানে। দীপক পুনিয়ার পর নবীন পাকিস্তানের কুস্তিগীরকে হারিয়ে সোনা জিতলেন। তাঁর এই সোনা জয়ে বার্মিংহ্যাম গেমসে ১২টি সোনা এসেছে ভারতের ঝুলিতে। কুস্তিতে সোনার সংখ্যা ৬। কুস্তিতে পূজা গেহলট ও পূজা সিহাগ জেতেন ব্রোঞ্জ। নবীনের আগে সোনা জেতেন রবি দাহিয়া ও ভিনেশ ফোগাট।

ভারতের পুরুষ হকি দল পদক নিশ্চিত করে ফেলেছে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩-২ গোলে হারিয়ে। প্রথম ১৫ মিনিট গোলশূন্য ছিল। দ্বিতীয় কোয়ার্টারে দুটি গোল করে ভারত বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান কমায় দক্ষিণ আফ্রিকা। চতুর্থ কোয়ার্টারে দুই দলই একটি করে গোল করে। ভারতের হয়ে গোলগুলি করেন অভিষেক, মনদীপ সিং ও যুগরাজ সিং। দক্ষিণ আফ্রিকার দুটি গোল করেন মুস্তাফা কাসিম ও রায়ান জুলিয়াস। রবিবার ভারতের মহিলা হকি দল ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে খেলতে নামবে।

এদিকে, বক্সিংয়েও পদকের সংখ্যা বাড়তে শুরু করেছে। পুরুষদের ফেদারওয়েট বিভাগে (৫৪কেজি-৭৪ কেজি) বিভাগে ব্রোঞ্জ জিতেছেন মহম্মদ হুসামউদ্দিন। পুরুষদের ফ্রিস্টাইল ৯৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন দীপক নেহরা। পুরুষদের বক্সিংয়ে ওয়াল্টারওয়েট বা ৬৩.৫-৬৭ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে গিয়েছেন ভারতীয় বক্সার রোহিত টোকাস। ২-৩ ব্যবধানে তিনি পরাস্ত হন জাম্বিয়ার প্রতিপক্ষের কাছে। ফলে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হলো রোহিতকে। প্যারা টেবিল টেনিসে ব্রোঞ্জ জিতেছেন সোনালবেন মনুভাই প্যাটেল। ইংল্যান্ডের সু বেইলিকে তিনি হারালেন ৩-০ ব্যবধানে। খেলার ফল ১১-৫, ১১-২, ১১-৩। প্যারা টিটিতে সোনা জিতলেন ভাবিনা হাসমুখভাই প্যাটেল। নাইজেরিয়ার ইফেচুকউডে ক্রিশ্চিয়ানা ইকপেওইকে হারালেন ১২-১০, ১১-২, ১১-৯ ব্যবধানে।

More COMMONWEALTH GAMES News  

Read more about:
English summary
Commonwealth Games 2022: Wrestler Naveen Beat Pakistani Opponent To Clinch Gold. India Men's Hockey Team Assures Of Medal By Defeating South Africa.