কমনওয়েলথ গেমসের নবম দিনে ভারত পদকের সংখ্যা যেখানে বাড়িয়ে নিল অনেকটাই, তেমনই পদক নিশ্চিতও হয়েছে বেশ কয়েকটি। শনিবারও সবচেয়ে বেশি সাফল্য এসেছে কুস্তিতে। তিনটি সোনা ও দুটি ব্রোঞ্জ জিতেছেন ভারতের কুস্তিগীররা। বক্সিংয়ে জেসমিনের পর মহম্মদ হুসামউদ্দিন ব্রোঞ্জ জিতলেন। পুরুষদের হকিতে দক্ষিণ আফ্রিকাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছে ভারত।
কভেন্ট্রি অ্যারেনা রেসলিং ম্যাট বি-তে পাকিস্তানের মহম্মদ শরিফ তাহিরকে হারিয়ে সোনা জিতেছেন নবীন। ৯-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেন ভারতীয় কুস্তিগীর। পুরুষদের ১/৮ ফাইনালে নবীন ১৩-৩ ব্যবধানে হারান নাইজেরিয়ার প্রতিপক্ষকে। কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করেন ১০-০ ব্যবধানে। সেমিফাইনালে নবীনের সামনে ছিলেন ইংল্যান্ডের কুস্তিগীর। সেখানে জয় ১২-১ ব্যবধানে। দীপক পুনিয়ার পর নবীন পাকিস্তানের কুস্তিগীরকে হারিয়ে সোনা জিতলেন। তাঁর এই সোনা জয়ে বার্মিংহ্যাম গেমসে ১২টি সোনা এসেছে ভারতের ঝুলিতে। কুস্তিতে সোনার সংখ্যা ৬। কুস্তিতে পূজা গেহলট ও পূজা সিহাগ জেতেন ব্রোঞ্জ। নবীনের আগে সোনা জেতেন রবি দাহিয়া ও ভিনেশ ফোগাট।
ভারতের পুরুষ হকি দল পদক নিশ্চিত করে ফেলেছে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩-২ গোলে হারিয়ে। প্রথম ১৫ মিনিট গোলশূন্য ছিল। দ্বিতীয় কোয়ার্টারে দুটি গোল করে ভারত বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান কমায় দক্ষিণ আফ্রিকা। চতুর্থ কোয়ার্টারে দুই দলই একটি করে গোল করে। ভারতের হয়ে গোলগুলি করেন অভিষেক, মনদীপ সিং ও যুগরাজ সিং। দক্ষিণ আফ্রিকার দুটি গোল করেন মুস্তাফা কাসিম ও রায়ান জুলিয়াস। রবিবার ভারতের মহিলা হকি দল ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে খেলতে নামবে।
এদিকে, বক্সিংয়েও পদকের সংখ্যা বাড়তে শুরু করেছে। পুরুষদের ফেদারওয়েট বিভাগে (৫৪কেজি-৭৪ কেজি) বিভাগে ব্রোঞ্জ জিতেছেন মহম্মদ হুসামউদ্দিন। পুরুষদের ফ্রিস্টাইল ৯৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন দীপক নেহরা। পুরুষদের বক্সিংয়ে ওয়াল্টারওয়েট বা ৬৩.৫-৬৭ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে গিয়েছেন ভারতীয় বক্সার রোহিত টোকাস। ২-৩ ব্যবধানে তিনি পরাস্ত হন জাম্বিয়ার প্রতিপক্ষের কাছে। ফলে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হলো রোহিতকে। প্যারা টেবিল টেনিসে ব্রোঞ্জ জিতেছেন সোনালবেন মনুভাই প্যাটেল। ইংল্যান্ডের সু বেইলিকে তিনি হারালেন ৩-০ ব্যবধানে। খেলার ফল ১১-৫, ১১-২, ১১-৩। প্যারা টিটিতে সোনা জিতলেন ভাবিনা হাসমুখভাই প্যাটেল। নাইজেরিয়ার ইফেচুকউডে ক্রিশ্চিয়ানা ইকপেওইকে হারালেন ১২-১০, ১১-২, ১১-৯ ব্যবধানে।