কত ব্যবধানে জয়ী জগদীপ ধনখড়
বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় শনিবার এনডিএ প্রার্থী হিসেবে উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন। তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী মমার্গারেট আলভাকে পারিজত করেন। এই নির্বাচনে জগদীপ ধনখড় ভোট পান ৫২৮টি এবং মার্গারেট আলভা ভোট পান ১৮২টি। অর্থাৎ তাঁদের জয়ের ব্যবধান দাঁড়ায় ৩৪৬। এই বিপুল ব্যবধানে খুব প্রার্থীই জয়ী হন উপরাষ্ট্রপতি নির্বাচনে।
বিপুল জয়ে প্রতিষ্ঠিত এনডিএ আধিপত্য
জগদীপ ধনখড় ৭২.৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী হিসেবে তিনি এই বিপুল জয় অর্জন করেছেন। এই মুহূর্তে রাষ্ট্রপতি থেকে শুরু করে লোকসভার স্পিকার- সর্বত্রই এনডিএ প্রার্থীর আধিপত্য। এবার উপরাষ্ট্রপতি পদেও এনডিএ প্রার্থীর জয় সুনিশ্চিত ছিল। সেইমতোই জয়ী হলেন জগদীপ ধনখড়।
১৯৯৭ থকে ২০২২- সেরা জয় ধনখড়ের
উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ৭২৫টির মধ্যে ৭২.৮ শতাংশ ভোট পেয়েছেন জগদীপ ধনখড়। ৫২৮টি ভোট পেয়েছেন। ১৯৯৭ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত এটাই সর্বোচ্চ ভোট প্রাপ্তি। সেই অর্থে তিনি ২৫ বছরের মধ্যে সেরা ভোট পেয়েছেন এবং সেরা ব্যবধানে জয়যুক্ত হয়েছেন। তাঁর আগে ১৯৯২ সালে কে আর নারায়ণন সর্বকালীন রেকর্ড ব্যবধানে জয়ী হন।
সর্বকালীন রেকর্ড কে আর নারায়ণনের
১৯৯২ সালে কংগ্রেস প্রার্থী কে আর নারায়ণন মোট ৭০১টি ভোটের মধ্যে ৭০০টি ভোট পেয়েছিলেন। তাঁর বিরুদ্ধে মাত্র একটি ভোট পড়েছিল। এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ ব্যবধানে জয়ী হয়েছেন। সেই ব্যবধান এখন পর্যন্ত কেউ মুছে ফেলতে পারেননি। সর্বোচ্চ ভোটপ্রাপ্তি ও ব্যবধানে তিনিই সেরা হয়ে রয়েছেন।
১৯৯৭ থেকে ২০১৭-এর জয়কে টেক্কা ২০২২-এর
কে আর নারায়ণন ১৯৯৭ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর উপরাষ্ট্রপতি হন কৃষ্ণকান্ত। জনতা দলের কৃষ্ণকান্তের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন শিরোমণি অকালি দলের সুরিজৎ সিং বার্নলা। কৃষ্ণকান্ত ভোট পেয়েছিলেন ৪৪১টি। আর তাঁর বিরুদ্ধে ভোট পড়েছিল ২৭৩টি। জয়ের ব্যবধান ছিল ১৫৮। আর জগদীপ ধনখড়ের জয়ের ব্যবধান ছিল ৩৪৬।
বেঙ্কাইয়া নাইডুকেও হার মানালেন ধনখড়
এবার নির্বাচিত উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বিদায়ী উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর থেকে ২ শতাংশ ভোট বেশি পেয়েছেন। অর্থার ২০১৭ সালের ব্যবধানকেও ছাড়িয়ে গিয়েছে ৭১ বছর বয়সী ধনখড়। কংগ্রেসের হামিদ আনসারি ২০০৭ সাল থেকে ২০১৭ সালে পর্যন্ত উপরাষ্ট্রপতি ছিলেন। তিনি ৭৬২টি ভোটের মধ্যে ৬০.৫১ শতাংশ ভোট পেয়েছিলেন। ২০১৭ সালে ভেঙ্কাইয়া নাইডু পেয়েছিলেন ৭৬০টি বৈধ ভোটের ৬৭.৮৯ শতাংশ ভোট।