হর ঘর তেরঙ্গা, বিলোতে বলে ৩৮ টাকা করে কর্মীদের বেতন থেকেই কেটে নেবে রেল

একেই হয়তো বলে গাছে তুলে মই কেড়ে নেওয়া। ঠিক সেটাই করেছে রেল। মুখে কেন্দ্রীয় রেল মন্ত্রক বলে দিয়েছে যে আজাদি কা অমৃত মহৎসব উপলক্ষ্যে সবাইকে পতাকা বিলোতে হবে। যে যত পতাকা পারবেন বিলতে পারবে। পতাকা দিয়ে দেবে রাজ্য। এটা হচ্ছে গাছে তুলে দেওয়া। এবার মইটা কেড়ে নেওয়া হয়েছে অন্যভাবে।

গাছে তুলে মই কেড়ে নেওয়া

কেন্দ্রের বার্তা চারদিকে ছড়িয়ে দেওয়া হোক। দেশের প্রতি ভালোবাসা আরও জাগিয়ে তুলতে হবে ৭৫ বছরের স্বাধীনতা দিবসে। তাই কেন্দ্র বলেছে হর ঘর তিরঙ্গা বিলিয়ে দাও। রেলও বলেছে বেশি বেশি করে পতাকা বিলিয়ে দিতে। এবার তারপরেই ঘটেছে আসল ঘটনা। বলা হয়েছে , 'হর ঘর তিরাঙ্গা' অভিযানের অধীনে রেলওয়ে তাদের সমস্ত কর্মচারীদের দেওয়া তেরঙার খরচ তাদের বেতন থেকে আদায় করে নেবে। রেলের কর্মচারীদের বেতন থেকে পতাকা প্রতি ৩৮ টাকা কেটে নেওয়া হবে। যদিও রেলওয়ে কর্মচারী ইউনিয়ন এর তীব্র বিরোধিতা করেছে।

কারা পতাকা দিচ্ছে ?

একটি বেসরকারি সংস্থা রেলওয়ে কর্মীদের জাতীয় পতাকা সরবরাহ করবে। এই পতাকার দাম রাখা হয়েছে ৩৮ টাকা। রেলের কর্মচারীদের নগদ টাকা দিয়ে এই তিরঙ্গা কিনতে হবে না, তবে এই টাকা তাদের বেতন থেকে কেটে নেওয়া হবে।

ইউনিয়নের ক্ষোভ


এদিকে উত্তর সেন্ট্রাল রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বিভাগীয় মন্ত্রী চন্দন সিংয়ের মতে, "এই পতাকাটি কর্মচারীদের তহবিল থেকে কর্মীদের দেওয়া হচ্ছে এবং পরে তাদের বেতন থেকে কেটে নেওয়ার অর্থ কর্মচারী ওই তহবিলেই স্থানান্তর করা হবে। তাই বেতন থেকে টাকা কাটা উচিত নয়।"

সিপিআরও কী বলছেন ?

রেলওয়ের সিপিআরও শিবম শর্মার মতে, "একটি আদেশ জারি করা হয়েছে যে রেলওয়ে কর্মচারীদের যে পতাকা সরবরাহ করবে তার জন্য রেলওয়ে কর্মচারীদের বেতন থেকে ৩৮ টাকা কেটে নেওয়া হবে।"

এই পতাকাগুলি বিজেপি অফিসে ২০ টাকায় পাওয়া যায় এবং ২৫ টাকায় হেড পোস্ট অফিসে কেনা যায়৷ স্বনির্ভর গোষ্ঠীগুলিও ২০ টাকায় পতাকা সরবরাহ করছে৷ পতাকাটি পাওয়ার জন্য মানুষের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে৷

১৫ ওগাস্ট, ২০২২-এ ভারত তার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করবে৷ এই উপলক্ষে, ভারত সরকার আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের ঘোষণা করেছে, যা বিদেশী শাসন থেকে ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের ইঙ্গিত দেয়৷ আর 'হর ঘর তিরঙ্গা' এই বছর স্বাধীনতা দিবস উদযাপনের অংশ।

More NATIONAL FLAG News  

Read more about:
English summary
national fag distribution controversy
Story first published: Sunday, August 7, 2022, 16:54 [IST]