দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৮ অগাস্ট সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাকি জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি,
পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বাড়বে ৯ অগাস্ট। ওই দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৯ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.৬
বহরমপুর ২৭
বাঁকুড়া ২৫.৬
বর্ধমান ২৪.৮
কোচবিহার ২৬.১
দার্জিলিং ১৭.৪
দিঘা ২৫.৩
কলকাতা ২৬.৭
দমদম ২৬
কৃষ্ণনগর ২৭.২
মালদহ ২৭.৩
মেদিনীপুর ২৬
শিলিগুড়ি ২৫.৪
শ্রীনিকেতন ২৫.২
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৩.৪)
বহরমপুর (৩৫.৪)
বাঁকুড়া (৩৩.৮)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩১.৩)
দার্জিলিং (২২.৪)
দিঘা (৩০.৪)
কলকাতা (৩২.৩)
দমদম (৩১.৫)
কৃষ্ণনগর (৩১.৪)
মালদহ (৩১.৮)
মেদিনীপুর (৩১.৭)
শিলিগুড়ি (৩০.৭)
শ্রীনিকেতন (৩৩.৬)