'বাবা আমি মরতে চলেছি', কাঁদতে থাকা মহিলার ভিডিও দেখে শিউরে উঠছে দেশ

দিনের পর দিন স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে মাত্র ত্রিশ বছর বয়সেই বেছে নিলেন আত্মহত্যার পথ। ভারতীয় বংশদ্ভুত সেই মহিলার ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। তাঁর মৃত্যুর পরেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। তাঁর কথা থেকেই স্পষ্ট যে আট বছর ধরে কীভাবে অত্যাচার সহ্য করেছেন তিনি।

সম্প্রতি নিউ ইয়র্কে আত্মঘাতী হন ওই মহিলা। মনদীপ কাউর নামে ওই ওই মহিলা ভিডিওতে বলছেন, দিনের পর দিন সহ্য করেছি এই আশায় যে একদিন ও ঠিক পথে আসবে। পাঞ্জাবী ভাষায় তিনি বারবার অভিযোগ তুলেছেন, স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

তিনি বলছেন, আট বছর হয়ে গিয়েছে। প্রত্যেকদিনের এই মারধর আর সহ্য করতে পারছি না। ওই মহিলার দুই কন্যা সন্তান রয়েছে। একজনের বয়স ছয় আরেকজনের চার। ভিডিওতে বারবার চোখের জল মুছছেন আর বলছেন, বাবা আমি মরতে চলেছি। আমায় ক্ষমা করে দাও। গত চার অগস্ট ওই মহিলার মৃত্যু হয়।

তাঁর পরিবার বর্তমানে উত্তর প্রদেশে বসবাস করেন। মেয়েটার বাবা যশপাল সিং আত্মহত্যার প্ররোচনার একটি অভিযোগ দায়ের করেছেন তাঁর জামাইয়ের বিরুদ্ধে। পরিবারের দাবি, তাঁদের দুই নাতনি এখনও তাঁদের বাবার সঙ্গে রয়েছে। তাঁরা যেন সুরক্ষিত থাকে এই আবেদন জানিয়েছেন যশপাল।

২০১৫ সালে মনদঈপ কাউরের সঙ্গে বিয়ে রঞ্জতবীর সিংয়ের। এরপর থেকেই অত্যাচার চলছিল বলে অভিযোগ। রঞ্জত সেই সময় আমেরিকাতে বসবাস করতেন। কর্মসূত্রেই সেখানে ছিলেন তিনি। এই ঘটনায় এখনও পর্যন্ত রঞ্জতের পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। এমনকি ঘটানার পর থেকেই স্পিকটি নট তাঁরা।

কাউর পরিবারের দাবি, তাঁরা তাঁদের মেয়েকে একবার বোঝানোর চেষ্টা করেছিলেন। সন্তানদের কথা ভেবে পিছিয়ে গিয়েছিলেন মনদীপ। পরে তাঁর স্বামীর অত্যাচারের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে মেয়েকে বলতে শোনা যাচ্ছিল, বাবা মাকে আর মেরো না।

More VIRAL VIDEO News  

Read more about:
English summary
Indian origin woman's video viral after her suicide in new York