শনিবার ভোটাভুটির মাধ্যমে বেছে নেওয়া হবে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতিকে। একদিকে রয়েছেন বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভা। অন্যদিকে রয়েছেন সরকারি জোটের প্রার্থী জগদীপ ধনখড়। ভোটের আগেই হিসাব বলছে, বিরোধী আলভার চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ধনখড়। এখন দেখার ক্রস ভোটিং করে বিরোধীরা শেষ অবধি অবস্থান বদল করে কিনা। কারণ সেই চিত্র রাষ্ট্রপতি নির্বাচনে দেখা গিয়েছিল। একনজরে উপরাষ্ট্রপতি নির্বাচনের সমস্ত আপডেট।