LIVE

Vice Presidential Elections 2022 Live: লড়াই মার্গারেট আলভা বনাম জগদীপ ধনখড়

শনিবার ভোটাভুটির মাধ্যমে বেছে নেওয়া হবে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতিকে। একদিকে রয়েছেন বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভা। অন্যদিকে রয়েছেন সরকারি জোটের প্রার্থী জগদীপ ধনখড়। ভোটের আগেই হিসাব বলছে, বিরোধী আলভার চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ধনখড়। এখন দেখার ক্রস ভোটিং করে বিরোধীরা শেষ অবধি অবস্থান বদল করে কিনা। কারণ সেই চিত্র রাষ্ট্রপতি নির্বাচনে দেখা গিয়েছিল। একনজরে উপরাষ্ট্রপতি নির্বাচনের সমস্ত আপডেট।

Newest First Oldest First
2:17 AM, 6 Aug
উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির নিজেদের ৩৯৪টি ভোট রয়েছে। সহযোগী দল ধরলে তা বেড়ে হয়েছে পাঁচশোর বেশি। অন্যদিকে বিরোধীদের হাতে রয়েছে দুশোর বেশি ভোট। ফলে বোঝাই যাচ্ছে, উপরাষ্ট্রপতি নির্বাচনে জগদীপ ধনখড়ের জয় শুধু সময়ের অপেক্ষা।
2:10 AM, 6 Aug
অন্যদিকে ওয়াইএসআর কংগ্রেস ও বিজেডিও জগদীপ ধনখড়কে সমর্থনের কথা ঘোষণা করেছে। দুই দল মিলিয়ে মোট ৫২টি ভোট রয়েছে তাদের।
2:06 AM, 6 Aug
বিএসপি ও টিডিপি জগদীপ ধনখড়কে সমর্থনের কথা ঘোষণা করেছে।
2:05 AM, 6 Aug
ইতিমধ্যে আপ, টিআরএস, মিম, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আলভাকে সমর্থনের কথা ঘোষণা করেছে।
2:02 AM, 6 Aug
কংগ্রেসের পর সংসদের দ্বিতীয় বৃহত্তম দল তৃণমূল কংগ্রেস। ফলে তাদের ভোটদানে বিরত থাকাই উপরাষ্ট্রপতি নির্বাচনকে ছাপিয়ে সবচেয়ে চর্চিত বিষয় হয়ে উঠেছে।
1:38 AM, 6 Aug
বিরোধী জোটে ভাঙন ধরিয়ে তৃণমূল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা মার্গারেট আলভাকে সমর্থন করবে না, বরং ভোটদানে বিরত থাকবে।

More VICE PRESIDENT News  

Read more about:
English summary
Indian Vice Presidential Elections 2022 Live Update in Bengali: Get all the latest News and updates on vice presidential candidates and competition between Jagdeep Dhankar and Margaret Alva from Bengali Oneindia