প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পত্রবাণ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে প্রায় ৪০ মিনিটে কথা হয় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর। সেখানে রাজ্যের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। তারপরই এদিন পত্রবোমা ছুড়ে শুভেন্দু জানিয়ে দেন, কেন্দ্রের প্রকল্পের টাকা নিয়ে নয়ছয় করছে রাজ্য। পাল্টা তৃণমূল জানাল, রাজ্যকে ভাতে মারার চেষ্টা করছেন শুভেন্দু।