CWG 2022 : ক্রিকেট থেকে হকি, নবম দিনে অনেকগুলি পদকের আশা নিয়ে নামবে ভারত

কমনওয়েলথ গেমসের অষ্টম দিনটা আরও একটা পদকে ভরা দিল গেল ভারতের। নবম দিন কুস্তিতে ভিনেশ ফোগাট আজ তাঁর যাত্রা শুরু করবেন। ভারতীয় মহিলা ক্রিকেট দল সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হবে। পুরুষ হকি দল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই করবে। প্যারা টেবিল টেনিস খেলোয়াড় ভাবিনা প্যাটেল স্বর্ণপদকের ম্যাচে নামবে।

মঞ্জু বালা মহিলাদের হ্যামার থ্রো ফাইনালে তার উপস্থিতি অনুভব করবেন যখন বক্সার অমিত পাংঘল, নিতু গাংহাস এবং নিখাত জারিন সকলেই তাদের নিজ নিজ সেমিফাইনাল বাউটিংয়ে অংশ নেবেন।

কমনওয়েলথ গেমসের নবম দিনের পুরো সময়সূচি


টেবিল টেনিস (দুপুর ২টো)- মহিলাদের ডাবলস রাউন্ড অফ ১৬ (আকুলা শ্রীজা/রিথ টেনিসন), মহিলাদের ডাবলস রাউন্ড অফ ১৬ (মানিকা বাত্রা/দিয়া পরাগ চিতালে, দুপুর ২টো), মিক্সড ডাবলসে সেমিফাইনাল (অচন্ত শরৎ কমল/আকুলা শ্রীজা, সন্ধ্যা ৬টা), প্যারা-অ্যাথলেটিক্স (দুপুর ২:৫০)-- মহিলাদের এফ-৫৫-৫৭ শট পুট ফাইনাল (পুনম শর্মা, শর্মিলা সন্তোষ)

অ্যাথলেটিক্স

অ্যাথলেটিক্স (দুপুর ৩টে)- মহিলাদের ১০ কিলোমিটার হাঁটার ফাইনাল (ভাওনা জাট, প্রিয়াঙ্কা গোস্বামী), পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ ফাইনাল (অবিনাশ সাবলে, বিকেল ৪:২০), মহিলাদের ৪*১০০ রিলে রাউন্ড হিট ১ (হিমা দাস, দুতি চাঁদ, শ্রাবণী) সিমি, বিকেল ৪:৪৫, মহিলাদের হ্যামার থ্রো ফাইনাল (মঞ্জু বালা, রাত ১১:৩০ ), পুরুষদের ৫০০০ মিটার ফাইনাল (অবিনাশ সাবলে, রাত ১২:৪০ ), মহিলাদের ২০০ মিটার ফাইনাল (হিমা দাস, যোগ্যতা থাকলে, ২:১৪ রাত)

বক্সিং


বক্সিং (দুদপুর ৩টে) - ৪৫-৪৮ কেজির বেশি সেমিফাইনাল (নিতু গঙ্গাস), ৪৮-৫১ কেজির বেশি সেমিফাইনাল (অমিত পাংঘল, বিকাল ৩:৩০-এ), ৪৮-৫০ কেজির বেশি সেমিফাইনাল (নিখাত জারিন, ৭:১৫ সন্ধ্যা), ৫৭-এর বেশি- ৬০ কেজি সেমিফাইনাল (জেসমিন ল্যাম্বোরিয়া, রাত ৮টা), ৬৩.৫-৬৭ কেজির বেশি সেমিফাইনাল (রোহিত টোকাস, ১২:৪৫ রাত), ৯২ কেজি সেমিফাইনাল (সাগর আহলাওয়াত, ১:৩০ রাত),

কুস্তি


কুস্তি (রাত ৩টার পর)- পূজা গেহলট, নবীন, ভিনেশ ফোগাট, পূজা সিহাগ, রবি কুমার দাহিয়া, দীপক নেহরা

ক্রিকেট

মহিলা ক্রিকেট (দুপুর ৩:৩০ এ)- ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল , ব্যাডমিন্টন - মহিলাদের ডাবলস কোয়ার্টার ফাইনাল (ট্রিসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ), মহিলাদের একক কোয়ার্টার ফাইনাল (পিভি সিন্ধু), পুরুষদের একক কোয়ার্টার ফাইনাল (কিদাম্বি শ্রীকান্ত), হকি (রাত ১০:৩০ ) - পুরুষদের সেমিফাইনাল (ভারত বনাম দক্ষিণ আফ্রিকা), প্যারা টেবিল-টেনিস ( রাত ১০:৪৫ ) - পুরুষদের একক ক্লাস ৩-৫ব্রোঞ্জ পদক (রাজ অরবিন্দন আলাগার), মহিলাদের একক ক্লাস ৩-৫ ব্রোঞ্জ পদক (সোনালবেন মনুভাই প্যাটেল, রাত ১২:১৫), মহিলাদের একক ক্লাস ৩-৫ স্বর্ণপদক (ভাবিনা প্যাটেল, রাত ১টা)।

More COMMONWEALTH GAMES News  

Read more about:
English summary
indias day 9 campaign in commonwealth games
Story first published: Saturday, August 6, 2022, 9:56 [IST]