কীভাবে রান্না ঘর চালাচ্ছেন, তা নেতাদের স্ত্রীদের গিয়ে জিজ্ঞাসা করুন! মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিকে নিশানা আজমলের

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি (price rise)। যা নিয়ে বিরোধীরা নিশানা করছে শাসক বিজেপিকে (BJP) । এব্যাপারে সর্বশেষ আক্রমণ অসমের (assam) এআইইউডিএফ (aiudf)-এর প্রধান বদরুদ্দিন আজমলের (badruddin ajmal)। সাধারণ মানুষের দুর্ভোগের প্রতি সরকার উদাসীন বলে অভিযোগ করে তিনি গেরুয়া শিবিরের তীব্র নিন্দা করেছেন। প্রসঙ্গত শুক্রবার কংগ্রেসের তরফে মূল্যবৃদ্ধি-সহ একাধিক বিষয়ে প্রতিবাদ জানানো হয়।

নির্মলা সীতারমনকে নিশানা

বদরুদ্দিন আজমল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে নিশানা করে বলেছেন, দেশের অর্থ রয়েছে অর্থমন্ত্রীর কাছে। একজন মানুষের কিনতে কত খরচ হয়, তা তিনি (সীতারমন) কীভাবে জানবেন, প্রশ্নে কটাক্ষ আজমলের। (ফাইল ছবি)

বিজেপি নেতাদের স্ত্রীরাই বলুন

এআইইউডিএফ প্রধান এরপরেই বিজেপি ও তাদের সাংসদের নিন্দা করেছেন। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি সম্পর্কে বিজেপি নেতাকা অজ্ঞাত হতে পরেন, এব্যাপারে জানতে তাঁদের স্ত্রীদেরই সামনে আনতে হবে। তিনি কটাক্ষ করে বলেছেন, কোনও মন্ত্রী মুদ্রাস্ফীতি সম্পর্কে কিছু জানেন না। তাঁদের স্ত্রীদের জিজ্ঞাসা করা উচিত কীভাবে তারা রান্নাঘর চালাচ্ছেন। তিনি বলেছেন, সরকার সতর্ক না হলে মুদ্রাস্ফীতি এই সরকারকে ২০২৪-এর খেয়ে ফেলবে।

দিল্লির রাজপথে কংগ্রেস সাংসদরা

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী মূল্যবৃদ্ধি তীব্র হয়েছে। যা নিয়ে দেশের বিরোধী দলগুলি কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করেছে। এই মূল্যবৃদ্ধি-বেকারিকে সামনে রেখেই দেশব্যাপী রাস্তায় নেমেছিলেন কংগ্রেসের নেতা কর্মীরা। দিল্লির রাজপথে কংগ্রেসের নেতা-কর্মীরা মিছিল করেন। প্রধানমন্ত্রীর বাসভবন কিংবা
রাষ্ট্রপতি ভবনের দিকে তাঁরা যাওয়ার পরিকল্পনা করলেও নিরাপত্তারক্ষীরা আটকে দেয়। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা কালো পোশাক পরে প্রতিবাদে সামিল হয়েছিলেন। দিল্লিতে এআইসিসি দফতর থেকে হওয়া কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধী। যদিও তা শুরুর সঙ্গে সঙ্গে সেখানে মোতায়েন প্রচুর পুলিশ তা আটকে দেয়।
কংগ্রেসের বিক্ষোভ চলাকালীন পুলিশ তিনশোর ওপর বিক্ষোভকারীকে আটক করে। যদিও বেশ কয়েকঘন্টা পরে তাঁদের ছেড়ে দেয়।

বিজেপির কটাক্ষ

বিজেপির তরফে অবশ্য কংগ্রেসের এই বিক্ষোভকে কটাক্ষ করা হয়েছে। তারা বলছে, এই বিক্ষোভের মাধ্যমে নেতারা ইডির তদন্ত থেকে গান্ধী পরিবারকে বাঁচানোর পরিকল্পনা করছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
কালো পোশাক পরে কংগ্রেসের নেতাদের বিক্ষোভকে প্রধানমন্ত্রীর রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দ্বিবর্ষ পূর্তিতে তুষ্টিকরণের রাজনীতি বলে কটাক্ষ করেছেন। তিনি আরও কটাক্ষ করে বলেছেন, কংগ্রেস ইডির হানা এবং মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলিকে অজুহাত হিসেবে খাঁড়া করছে। দেশের প্রত্যেকেরই উচিত আইনকে সম্মান জানানো বলেছেন তিনি।

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে অতিভারী বৃষ্টি! ৫ জেলায় আবহাওয়া দফতরের কমলা সতর্কতাদক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে অতিভারী বৃষ্টি! ৫ জেলায় আবহাওয়া দফতরের কমলা সতর্কতা

More ASSAM News  

Read more about:
English summary
Assam's AIUDF's Badruddin Ajmal targets BJP on Price Rose issue and says how leaders wives manages kitchen