নির্মলা সীতারমনকে নিশানা
বদরুদ্দিন আজমল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে নিশানা করে বলেছেন, দেশের অর্থ রয়েছে অর্থমন্ত্রীর কাছে। একজন মানুষের কিনতে কত খরচ হয়, তা তিনি (সীতারমন) কীভাবে জানবেন, প্রশ্নে কটাক্ষ আজমলের। (ফাইল ছবি)
|
বিজেপি নেতাদের স্ত্রীরাই বলুন
এআইইউডিএফ প্রধান এরপরেই বিজেপি ও তাদের সাংসদের নিন্দা করেছেন। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি সম্পর্কে বিজেপি নেতাকা অজ্ঞাত হতে পরেন, এব্যাপারে জানতে তাঁদের স্ত্রীদেরই সামনে আনতে হবে। তিনি কটাক্ষ করে বলেছেন, কোনও মন্ত্রী মুদ্রাস্ফীতি সম্পর্কে কিছু জানেন না। তাঁদের স্ত্রীদের জিজ্ঞাসা করা উচিত কীভাবে তারা রান্নাঘর চালাচ্ছেন। তিনি বলেছেন, সরকার সতর্ক না হলে মুদ্রাস্ফীতি এই সরকারকে ২০২৪-এর খেয়ে ফেলবে।
|
দিল্লির রাজপথে কংগ্রেস সাংসদরা
সাম্প্রতিক সময়ে দেশব্যাপী মূল্যবৃদ্ধি তীব্র হয়েছে। যা নিয়ে দেশের বিরোধী দলগুলি কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করেছে। এই মূল্যবৃদ্ধি-বেকারিকে সামনে রেখেই দেশব্যাপী রাস্তায় নেমেছিলেন কংগ্রেসের নেতা কর্মীরা। দিল্লির রাজপথে কংগ্রেসের নেতা-কর্মীরা মিছিল করেন। প্রধানমন্ত্রীর বাসভবন কিংবা
রাষ্ট্রপতি ভবনের দিকে তাঁরা যাওয়ার পরিকল্পনা করলেও নিরাপত্তারক্ষীরা আটকে দেয়। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা কালো পোশাক পরে প্রতিবাদে সামিল হয়েছিলেন। দিল্লিতে এআইসিসি দফতর থেকে হওয়া কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধী। যদিও তা শুরুর সঙ্গে সঙ্গে সেখানে মোতায়েন প্রচুর পুলিশ তা আটকে দেয়।
কংগ্রেসের বিক্ষোভ চলাকালীন পুলিশ তিনশোর ওপর বিক্ষোভকারীকে আটক করে। যদিও বেশ কয়েকঘন্টা পরে তাঁদের ছেড়ে দেয়।
|
বিজেপির কটাক্ষ
বিজেপির তরফে অবশ্য কংগ্রেসের এই বিক্ষোভকে কটাক্ষ করা হয়েছে। তারা বলছে, এই বিক্ষোভের মাধ্যমে নেতারা ইডির তদন্ত থেকে গান্ধী পরিবারকে বাঁচানোর পরিকল্পনা করছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
কালো পোশাক পরে কংগ্রেসের নেতাদের বিক্ষোভকে প্রধানমন্ত্রীর রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দ্বিবর্ষ পূর্তিতে তুষ্টিকরণের রাজনীতি বলে কটাক্ষ করেছেন। তিনি আরও কটাক্ষ করে বলেছেন, কংগ্রেস ইডির হানা এবং মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলিকে অজুহাত হিসেবে খাঁড়া করছে। দেশের প্রত্যেকেরই উচিত আইনকে সম্মান জানানো বলেছেন তিনি।