৫৮৭ টাকায় রান্নার গ্যাস
১০৭৫ টাকার রান্নার গ্যাস এবার পাওয়া যাচ্ছে ৫৮৭ টাকা। গল্প কথা নয়। বাস্তবেই ঘটছে এমন। মোদী সরকারই তৈরি করে দিয়েছে সেই সুযোগ। করোনা কালে উজ্বালা যোজনার মাধ্যমে বিনামূল্যের রান্নার গ্যাস দিয়েছিল মোদী সরকার। তারপর রান্নার গ্যাসের দাম যে হারে বাড়ল তাতে আম জনতার রান্না-খাওয়া বন্ধ হওয়ার জোগাড়। এক ধাক্কায় একেবারে হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম। কিন্তু ফের সাধারণ মানুষের কথা ভেবে ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ৩০০ টাকা ভর্তুকি দেয়ার কথা জািনয়েছে মোদী সরকার।
কীভাবে পাবেন কম দামে গ্যাস
খবর দেখে সবাই ভাববেন হয়তো সরাসরি ভর্তুকি পেয়ে যাবেন তাঁরা। তাঁদের জািনয়ে রাখি মাত্র ৯ কোটি দেশবাসী এই সুবিধা পাবেন। মোদী সরকার দেশের মাত্র ৯ কোটি গ্রাহককে এই ভর্তুিক দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। জানানো হয়েছে েয ৯ কোটি গ্রাহক এই সুবিধা পাবেন তাঁদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পড়ে যাবে। কাদের অ্যাকাউন্টে এই টাকা পড়বে তাই িনয়ে এখনো সন্দেহ রয়েছে। বাড়িতে বসেই আপনারা এই গ্যাস সিলিন্ডারের সাবসিডি গ্রহণ করতে পারবেন। মাই এলপিজি ওয়েবসাইটে এই নিয়ে আরো বিস্তারিত তথ্য দেয়া রয়েছে।
অগ্নিমূল্য রান্নার গ্যাস
রান্নার গ্যাসের দাম বাড়তে বাড়তে এক হাজার টাকা পেরিয়ে গিয়েছে। ভর্তুকি তো আসছে না বললেই চলে। গ্যাঁটের কড়ি খরচ করেই রান্নার গ্যাস কিনতে হচ্ছে। অনেকে তো গ্যাস বাঁচাতে ফের পুরোেনা জ্বালানিতেই ভরসা রাখছে। সম্প্রতি একটি সমীক্ষায় প্রকাশ্যে এসেছিল সেই তথ্য। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে রান্নার গ্যােসর ব্যবহার ৭৫ শতাংশ কমে গিয়েছে। তারা আবার উনুনের রান্নায় ফিরে গিয়েছেন।
বাণিজ্যিক রান্নার গ্যাসের দামে পতন
বাণিজ্যিক রান্নার গ্যাসে দাম কমেছে কয়েকদিন আগে। উৎসবের আগে এতে কিছুটা সুরাহা হয়েছে হোটেল-রেস্তরাণ মালিকদের। কিন্তু সাধারণ রান্নার গ্যাসের দামে িকন্তু কোনো পরিবর্তন হয়নি। সূত্রের খবর শীঘ্রই নাকি দাম কমবে। কারণ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমছে। তার ফলে রান্নার গ্যাসের দাম কমতে শুরু করবে। এতে সুবিধা পাবেন আম জনতা।