কমনওয়েলথ গেমসে সোনার সাক্ষী দেশ! বজরং-মালিক কুস্তিতে এনে দিলেন সেরা পদক, রুপো অংশুর

কমনওয়েলথ গেমসের কুস্তিতে একের পর এক পদক আসছে ভারতের ঝুলিতে। ইতিমধ্যেই দুটি সোনা ও রুপো জিতেছেন ভারতের কুস্তিগীররা। টানা তৃতীয় পদক তথা টানা দ্বিতীয় সোনা জিতলেন বজরং পুনিয়া। মহিলাদের ফ্রিস্টাইল কুস্তিতে কমনওয়েলথ গেমসে নিজের তৃতীয় তথা প্রথম সোনা জিতলেন সাক্ষী মালিক।

পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের ফাইনালে মুখোমুখি হন ভারতের বজরং পুনিয়া ও কানাডার লাচলান ম্যাকনিল। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন বজরং। তার আগে ২০১৪ সালের গেমসে জেতেন রুপো। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর এদিনও বজরং দাপট দেখালেন। ফাইনালে প্রথম পিরিয়ডের শেষে তিনি ৪-০ ব্যবধানে এগিয়ে যান। এরপর ম্যাকনিল মরিয়া হয়ে লড়াই চালান। কিন্তু বজরং অভিজ্ঞতা দিয়ে বাজিমাত করেন। ৯-২ ব্যবধানে জয় বজরংকে ফের কমনওয়েলথ গেমসে সোনা এনে দেয়। কমনওয়েলথ গেমসে পদক জয়ের হ্যাটট্রিক করলেন বজরং। এটি চলতি বার্মিংহ্যাম গেমসে কুস্তিতে ভারতের প্রথম সোনা, সবমিলিয়ে সপ্তম সোনা।

মহিলাদের ফ্রিস্টাইল কুস্তির ৬২ কেজি বিভাগের ফাইনালে ভারতের সাক্ষী মালিকের সামনে ছিলেন কানাডার আনা গডিনেজ গঞ্জালেজ। সাক্ষী এর আগে ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ৫৮ কেজি বিভাগে রুপো জিতেছিলেন। ২০১৮ সালে গোল্ড কোস্টের কমনওয়েলথ গেমসে ৬২ কেজি বিভাগে জেতেন ব্রোঞ্জ। ২০১৬ সালে রিও অলিম্পিকে ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জজয়ী সাক্ষী টোকিও অলিম্পিকে ছিলেন না। চোট সমস্যা ভোগাচ্ছিব। তবে আজ শুরু থেকেই তিনি দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে ফাইনালে পৌঁছে যান। ফাইনালে প্রথম পিরিয়ডে কানাডার কুস্তিগীর ৪-০ ব্যবধানে এগিয়ে যান। কিন্তু দ্বিতীয় পিরিয়ডের শুরুতেই প্রতিপক্ষকে ভূপতিত করে চেপে ধরেন সাক্ষী। আর ওঠার ক্ষমতা হয়নি কানাডার কুস্তিগীরের। সাক্ষী সোনা জেতেন 'ফল' (Fall)-এর মাধ্যমে জয়ী ঘোষিত হয়ে।

কমনওয়েলথ গেমসে মহিলাদের কুস্তিতে ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগের ফাইনালে নাইজেরিয়ার ওডুনায়ো আদেকুওরোয়ের কাছে হেরে গেলেন অংশু মালিক। জিতলেন রুপো। ২০১৪ ও ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন এই নাইজেরীয় কুস্তিগীর। হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে অংশু শুরুর দিকে সাবধানীই ছিলেন। পয়েন্ট আদায়ের চেষ্টা তেমন দেখা যায়নি। তবে শেষদিকে আগ্রাসী হলেও তাতে শেষরক্ষা হয়নি। প্রথম পিরিয়ডে অংশু পিছিয়ে ছিলেন ০-৪ ব্যবধানে। দুই পিরিয়ডের শেষে খেলার ফল দাঁড়ায় ৬-৪। তবে এরপর অংশু রিভিউ নিলে তা নষ্ট হয়। ফলে খেলার ফল দাঁড়ায় ৭-৩। ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জেতার পর থেকে টানা তিনটি কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন আদেকুওরোয়ে।

More COMMONWEALTH GAMES News  

Read more about:
English summary
Commonwealth Games: Bajrang Punia Defended Gold In Wrestling. Sakshi Malik Clinches Her First Gold In CWG Freestyle Wrestling.
Story first published: Friday, August 5, 2022, 23:08 [IST]