কমনওয়েলথ গেমসের অষ্টম দিনে ভারতের কোন ইভেন্টগুলিতে থাকবে নজর? অভিযান শুরু কুস্তিগীরদের

কমনওয়েলথ গেমসে ইতিমধ্যেই ভারত ৬টি সোনা এবং ৭টি করে রুপো ও ব্রোঞ্জ জিতে পদক তালিকায় রয়েছে সপ্তম স্থানে। বক্সিংয়ে নিশ্চিত হয়েছে ৭টি পদক। আজ প্রতিযোগিতার অষ্টম দিনে অভিযান শুরু করতে চলেছেন তারকা কুস্তিগীররা। মহিলা হকিতে আজ সেমিফাইনাল রয়েছে ভারতের। নজর থাকবে ব্যাডমিন্টন, লন বোল, টেবিল টেনিস, স্কোয়াশের মতো ইভেন্টগুলির দিকে। একনজরে দেখে নেওয়া যাক আজ গেমসে ভারতের উল্লেখযোগ্য ক্রীড়াসূচি।

নজরে কুস্তিগীররা

কমনওয়েলথ গেমসে আজ অভিযান শুরু ভারতীয় কুস্তিগীরদের। ২০১৮ সালের কমনওয়েলথ গেমস থেকে কুস্তিতে ভারত ১২টি পদক জিতেছিল। দুই দিন ভারতের মোট ১২ জন কুস্তিগীর কমনওয়েলথ গেমসে অংশ নেবেন। পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের ১/৮ ফাইনালে নামবেন বজরং পুনিয়া। ভারতীয় সময় দুপুর ২টো ৪০ মিনিটে। টোকিও অলিম্পিকের এই ব্রোঞ্জজয়ী টানা দুটি সোনা তথা তৃতীয় কমনওয়েলথ গেমস পদকের লক্ষ্যে নামছেন। ৮৬ কেজি বিভাগে অভিযান শুরু দীপক পুনিয়ার। মহিলাদের ৬৮ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে দিব্যা কাকরান। মহিলাদের ৬২ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নামবেন সাক্ষী মালিক। সাক্ষী রিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেও কমনওয়েলথ গেমসে তিনি পদক জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবেন। পুরুষদের ফ্রিস্টাইল ১২৫ কেজিতে অভিযান শুরু মোহিত গ্রেওয়ালের। মহিলাদের ৫৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে আনশু মালিক। কুস্তির বিভিন্ন ক্যাটেগরির ইভেন্ট চলবে বিকেল ৩টে থেকে। কুস্তিগীরদের পদকের ইভেন্টগুলি শুরু রাত ৯টা থেকে।

লন বোলে ফের পদক?

লন বোলে ভারতের মহিলা দল ঐতিহাসিক সোনা জিতেছে। আজ বেলা ১টায় লন বোলে মহিলাদের পেয়ারস দল কোয়ার্টার ফাইনাল খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। বিকেল সাড়ে ৪টেয় পুরুষদের ফোরস দল কোয়ার্টার ফাইনালে নামবে কানাডার বিরুদ্ধে। জিতলে সেমিফাইনাল রাত ৯টা থেকে।

প্যারা টিটিতে পদকের আশা

প্যারা টেবিল টেনিস খেলোয়াড়রা নামবেন পদক নিশ্চিত করার লক্ষ্যে। মহিলাদের সিঙ্গলস সেমিফাইনাল রয়েছে সোনালবেল ও ভাবিনাবেন প্যাটেলের। পুরুষদের প্যারা টিটি-র সিঙ্গলস সেমিফাইনাল রয়েছে রাজা আলাগারের। মহিলাদের ১০০ মিটার হার্ডলসের যোগ্যতা অর্জন পর্বে নামবেন জ্যোতি ইয়ারাজ্ঞি। হিমা দাস মহিলাদের ২০০ মিটার সেমিফাইনাল ২-তে অংশ নেবেন ভারতীয় সময় রাত ১২টা ৫৩ মিনিটে। রাত ১২টা ২৫ মিনিট থেকে ভারতীয় মহিলা হকি দল সেমিফাইনালে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

ব্যাডমিন্টন-টিটি-স্কোয়াশ

ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেন ও আকর্ষী কাশ্যপ নামবেন কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে। শ্রীকান্তের খেলা বিকেল সাড়ে ৫টায়, লক্ষ্য সেনের রাত ১১টা ২০ মিনিটে, পিভি সিন্ধুর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং কাশ্যপের রাত ১১টা ২০ থেকে। টেবিল টেনিসে মনিকা বাত্রা, শরথ কমল থেকে স্কোয়াশে সৌরভ ঘোষাল-দীপিকা পাল্লিকলদের ইভেন্টও রয়েছে আজ। সৃজা আকুলা, মনিকা ও রিথ টেনিসন মহিলাদের টিটিতে রাউন্ড অব সিক্সটিনে নামবেন, এই খেলাগুলি বিকেল ৩টে ১৫ থেকে। বিকেল ৫টা ৫ মিনিটে শরথ কমলের সিঙ্গলস রাউন্ড অব সিক্সটিনের খেলা রয়েছে। তার আগে জি সাথিয়ানকে নিয়ে বিকেল ৩টে ৫৫ থেকে ডাবলস প্রি কোয়ার্টার ফাইনালে নামবেন শরথ।

More COMMONWEALTH GAMES News  

Read more about:
English summary
Commonwealth Games 2022: Day 8 Schedule Of India As Wrestlers To Start Their Campaign. Focus On TT, Badminton, Athletics, Lawn Bowl, Women's Hockey.
Story first published: Friday, August 5, 2022, 12:38 [IST]