কংগ্রেসের বিক্ষোভ
মুদ্রাস্ফীতি আর বেকারত্বের প্রতিবাদে রাস্তায় নেবে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস নেতারা। রাহুল গান্ধী, রণদীপ সুরজেওয়ালা থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। কংগ্রেস নেতাদের বিক্ষোভে উত্তাল রাজপথ। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী সেখানে হাজির হয়। কংগ্রেস নেতাদের বিক্ষোভ সামাল দিতে একে একে টার্গেট করা হয়েছে শীর্ষ নেতাদের।
|
আটক প্রিয়াঙ্কা গান্ধী
পুলিশ কংগ্রেস নেতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তাঁদের আটক করতে শুরু করে। একে একে আটক করা হয় রণদীপ সুরজেওয়ালা, রাহুল গান্ধীকে। তাঁদের পুলিশ ভ্যানে আটক করে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতে বিক্ষোভ থামেনি। এবার ময়দােন নামেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁকে আটক করার জন্য নিয়ে আসা হয় মহিলা পুলিশ কর্মীদের। প্রিয়াঙ্কা গান্ধীকে রীতিমত টেনে, হিঁচড়ে রাস্তায় দিয়ে নিয়ে যায় পাঁচ থেকে ৬ জন মহিলা পুলিশকর্মী। রাস্তায় বসে পড়েছিলেন প্রিয়াঙ্কা। হাত ধরে টেনে হিঁচড়ে তাঁকে প্রিজন ভ্যানে তোলেন মহিলা পুলিশকর্মীরা।
বিজেপিকে নিশানা রাহুল গান্ধীর
মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জািনয়ে রাষ্ট্রপতি ভবন অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেস। রাহুল গান্ধী অভিযোগ করেছেন দেশের সব স্বায়ত্বশাসিত সংস্থা এখন আরএসএস আর বিজেপির সংগঠনে পরিণত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল সংসদ অধিবেশনের মাঝেই কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গেকে তলব করে ইডি। তাঁকে ঘণ্টার পর ঘণ্টা জেরা করা হয়। তার মধ্যেই আবার ন্যাশনাল হেরাল্ড মামলায় ইয়ং ইন্ডিয়ার অফিসে হানা দেয় ইডির দল। এই সংস্থা ন্যাশনাল হেরাল্ড মামলায় দুর্নীতিতে জড়িত রয়েছে বলে দাবি।
ন্যাশনাল হেরাল্ড মামলায় জেরা
ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে একাধিকবার জেরা করেছে ইডি। কিন্তু তাঁদের বয়ানে তুষ্ট নন তাঁরা। ইডির দাবি ন্যাশনাল হেরাল্ড মামলায় হাওলার মাধ্যমে টাকা পাচার হয়েছে। মুম্বই এবং কলকাতা হয়ে টাকা পাচার হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। তাতে জড়িত রয়েছে এই ইয়ং বেঙ্গল নামে সংস্থাটি। তবে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী কেউ এর সঙ্গে যোগাযোগ অস্বীকার করেছেন। কিন্তু ইডির কাছে এই িনয়ে একাধিক নথি রয়েছে।