অর্পিতাকে চিনতে অস্বীকার
অর্পিতা মুখোপাধ্যায়কে সপাটে চিনি না বলে দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির সামনে মুখোমুখি জেরার সময় পার্থ চট্টোপাধ্যায় নাকি অর্পিতা মুখোপাধ্যায়কে চিনতে অস্বীকার করেন। ইডির অফিসাররা অর্পিতা মুেখাপাধ্যায়কে দেখিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছিলেন তিনি চেনেন কিনা। তার উত্তরে পার্থ চট্টোপাধ্যায় নাকি সপাটে জািনয়েছেন, 'না, চিনি না'। যা শুনে এক প্রকার চমকে যেতে বসেছিলেন ইডির আধিকারীকরা। পার্থ চট্টোপাধ্যায় নাকি বলেছেন, 'তেমন ভবে চিিন না, মাঝে মাঝে আসতেন, অনেকেই তো আসেন'।
আর কী বলেছেন পার্থ
ইডির অফিসাররা পার্থ চট্টোপাধ্যায়কে পাল্টা প্রশ্ন করেছিলেন, উনি কি আপনার ঘনিষ্ঠ? তার উত্তরে সজোরে না বলেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, 'নাকতলায় পুজোর সময় দেখেছি'। প্রসঙ্গত নাকতলা উদয়নসঙ্ঘের পুজোয় মুখ হয়েছিলেন অর্পিতা। ইডির আধিকারীকরা প্রশ্ন করেছিলেন অর্পিতার বাড়িতে টাকা উদ্ধার হয়েছে। তার উত্তরে পার্থ চট্টোপাধ্যায় জািনয়েছে তিনি বিষয়টা শুনেছেন। তারপরে প্রশ্ন করা হয় সেই টাকা কর? তার উত্তরে সংক্ষিপ্ত জবাব দিয়েছেন পার্থ। বলেছেন জানি না। সাংবাদিকদের প্রশ্নের মুখেও পার্থ দাবি করেছিলেন সেই টাকা তাঁর নয়।
পার্থ অর্পিতার ৯ বছরের সম্পর্ক
এদিকে ইডি তদন্তে জানতে পেরেছেন পার্থর সঙ্গে অর্পিতার যোগাযোগ ৯ বছর ধরে। অর্পিতার একাধিক এলআইসির নমিনি পার্থ চট্টোপাধ্যায়। পার্থ অর্পিতার একাধিক সম্পত্তির হদিশ মিলেেছ রাজ্যে। শহরে একাধিক জায়গায় ফ্ল্যাট। শান্তিনিকেতনে একাধিক বাংলো বাড়ি। জমি। এমনকী রিয়েল এসটেট কোম্পানি রয়েছে তাঁদের নামে। তারপরে অর্পিতাকে চিনতে অস্বীকার করছেন পার্থ। এর মধ্য অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যে টাকা উদ্ধার হয়েছে সেই দায় অর্পিতা মুখোপাধ্যায়ের। নরেন্দ্র মোদীর।
ষড়যন্ত্রের অভিযোগ
পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কে বা কারা ষড়যন্ত্র করেছে তার উল্লেখ করেননি তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি এই টাকা তার নয়। তাহলে এই টাকা কার। এদিকে আবার অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেছেন এই টাকা তার নয়। তাহলে কে বা কারা তাঁর বাড়িতে এই বিপুল টাকা রেখে গিয়েছিলেন। এমনকী অর্পিতা মুখোপাধ্যায় আরো দাবি করেছেন তাঁর অনুপস্থিতিতে, তাঁর অজান্তে এই টাকা রাখা হয়েছিল।