ক্রমেই বাড়ছে যুদ্ধের আশঙ্কা, সামরিক মহড়ায় তাইওয়ানের ওপর দিয়ে উড়ে গেল চিনা ক্ষেপণাস্ত্র

বার বার চিনা হুমকির পরেও মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে যান। চিন কোনওভাবেই তা মেনে নিতে পারেনি। পেলোসির তাইওয়ান সফরের পর থেকেই সামরিক মহড়া শুরু করেছে। মূলত দ্বীপরাষ্ট্রটিকে ঘিরে চিন সামরিক অভিযান শুরু করেছে। সামরিক মহড়ায় চিনা ক্ষেপণাস্ত্র তাইওয়ানের ওপর দিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

তাইওয়ানের ওপর দিয়ে যাচ্ছে চিনা ক্ষেপণাস্ত্র

মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর থেকেই তাইওয়ানের আশেপাশে চিন সামরিক অভিযান শুরু করে। এছাড়াও চিন বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং লেন বা তাইওয়ান প্রণালী আটকে রেখেছে। তবে চিনের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে মহড়ার সময় ক্ষেপণাস্ত্রগুলো তাইওয়ান দ্বীপ অতিক্রম করেছে কি না, তা জানানো হয়নি। তাইওয়ান গোয়েন্দাদের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিন্তু ক্ষেপণাস্ত্রের বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত চিনের নয়টি ক্ষেপণাস্ত্র চিহ্নিত করা সম্ভব হয়েছে। তারমধ্যে চারটি তাইওয়ানের ওপর দিয়ে গিয়েছে।

সামরিক মহড়ায় চিনের শতাধিক যুদ্ধ বিমান

চিনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক মেং জিয়াংকিং সামরিক অভিযানে বেজিংয়ের ক্ষমতার প্রশংসা করেছেন। চিনের সরকারি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, এবারের সামরিক মহড়ায় লাইভ ফায়ারিং পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি প্রথমবার তাইওয়ান দ্বীপ অতিক্রম করে। তিনি জানিয়েছেন, চিনের পিপলস লিবারেশন আর্মি তাইওয়ানের খুব কাছে সামরিক মহড়া দিচ্ছে। চিনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, এই সামরিক মহড়ায় ১০০টির বেশি যুদ্ধ বিমাব উড়েছে। তার মধ্যে ১০টি বেশি ফ্রিগেট রয়েছে।

মার্কিন প্রতিক্রিয়া

হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, তাইওয়ানকে কেন্দ্র করে চিনের প্রতি কার্যকলাপের ওপর নজর রাখা হচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি চিনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করেছে। তাইওয়ানের কাছে চিনের সামরিক অভিযান উস্কানিমূলক। আমেরিকা তা কোনওভাবেই ভালোভাবে মেনে নেবে না। পাশাপাশি তিনি জানিয়েছেন, তাইওয়ানের কাছে সামরিক অভিযান চালানোর ও শিপিং লেন বন্ধ করে দেওয়ার জন্য চিন একটা সুযোগ পেয়ে গিয়েছে।

পেলোসির তাইওয়ান সফর

মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসির এশিয়া সফরে তাইওয়ানের উল্লেখ পাওয়ার পর থেকেই তীব্র প্রতিক্রিয়া দেখায় চিন। একটি টুইটে চিনের প্রতিরক্ষা মন্ত্রক জানায়, তাইওয়ানের আকাশসীমায় পেলোসির বিমানকে গুলি করে নামানো হবে। তারপর যদিও সেই টুইটটি মুছে দেওয়া হয়। এই সফরের পরিনাম ভালো হবে না বলেও চিন হুমকি দেয়। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন। তারপরেও পেলোসির তাইওয়ান সফর আটকাতে পারেনি চিন।

মাঙ্কিপক্স আক্রান্ত সাড়ে ৬ হাজারের বেশি, আমেরিকায় জারি হল স্বাস্থ্য সতর্কতামাঙ্কিপক্স আক্রান্ত সাড়ে ৬ হাজারের বেশি, আমেরিকায় জারি হল স্বাস্থ্য সতর্কতা

More TAIWAN News  

Read more about:
English summary
According to a report Chinese missiles flew over Taiwan during drill
Story first published: Friday, August 5, 2022, 15:29 [IST]