চেস অলিম্পিয়াডে মহিলাদের বিভাগে ষষ্ঠ রাউন্ডেও জয়ের ধারা অব্যাহত রাখল ভারতের এ দল। তবে ওপেন সেকশনে ডার্ক হর্স ভারত বি পরাস্ত হয়েছে আর্মেনিয়ার কাছে। ম্যাগনাস কার্লসেনের নরওয়ে এবার তৃতীয় বাছাই, তাদের হারিয়ে অঘটন ঘটিয়েছে অস্ট্রেলিয়া। মহিলা বিভাগে কোনেরু হাম্পি ও বৈশালীর দাপুটে পারফরম্যান্সের সৌজন্যে ভারতের এ দলটি টানা ৬টি রাউন্ডেই জয়লাভ করল।
মহিলাদের বিভাগে ভারতের এ দল শক্তিশালী জর্জিয়াকে হারিয়েছে ৩-১ ব্যবধানে। কোনেরু হাম্পি ৪২ চালে হারিয়ে দেন নানা জাডিনিডজেকে। বৈশালীর কাছে পরাস্ত হন লেলা জাভাক্ষভিল্লি। ডি হরিকা ও তানিয়া সচদেভ ড্র করেছেন। চলতি চেস অলিম্পিয়াডে মহিলাদের বিভাগে ভারতের এ দল শীর্ষ বাছাই, তৃতীয় বাছাই জর্জিয়া। মহিলাদের বি দলটি ২-২ ড্র করেছে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। বন্তিকা আগরওয়াল, পদ্মিনী রাউত, মেরি অ্যান গোমস, দিব্যা দেশমুখ সকলেই ড্র করেছেন। ভারতের সি বা তৃতীয় দল অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ৩-১ ব্যবধানে। এম সাহিতি বর্ষিণী ও বিশ্ব বসনওয়ালা জয় পেয়েছেন, এষা কারভাড়ে ও পিভি নন্ধিধা ড্র করেছেন।
ওপেন সেকশনে ডি গুকেশ নিজে টানা ষষ্ঠ জয় ছিনিয়ে নিয়েছেন। কিন্তু আর্মেনিয়ার কাছে ভারতের বি দলটি ২.৫-১.৫ ব্যবধানে পরাস্ত হয়েছে। গুকেশ জিতলেও হেরে যান বি আধিবান ও রৌণক সাধওয়ানি। নিহাল সারিন ড্র করেন। চলতি চেস অলিম্পিয়াডে ভারত বি দলের এটিই প্রথম পরাজয়। তবে ভারতের সি দল দারুণ জয় ছিনিয়ে নিয়েছে লিথুয়ানিয়ার বিরুদ্ধে। ফল ৩.৫-০.৫। এসপি শেঠুরমন, অভিজিৎ গুপ্ত ও অভিমন্যু পুরাণিক জয় পেয়েছেন, ড্র করেছেন সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। ওপেন সেকশনে শীর্ষ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ২.৫-১.৫ ফলে হারিয়ে দিয়েছে। স্পেন ড্র করেছে কিউবার বিরুদ্ধে। নরওয়ে হেরে গেলেও কার্লসেন জয় ছিনিয়ে নেন।
রেছে কিউবার বিরুদ্ধে।