এশিয়া কাপের জন্য ভারতীয় দলে কামব্যাক করছেন তিন তারকা, কোপ পড়বে কাদের উপর?

এশিয়া কাপ দুবাই ও শারজায় অনুষ্ঠিত হবে। শুরু চলতি মাসের ২৭ তারিখ, চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। ইতিমধ্যেই পাকিস্তান দল ঘোষণা করা দিয়েছে। ভারতীয় দল ঘোষণা সোমবার। ওইদিন মুম্বইয়ে নির্বাচকরা মিলিত হয়ে দল বেছে নেবেন। এশিয়া কাপের দল দেখেই বোঝা যাবে টি ২০ বিশ্বকাপের দলে কারা থাকতে পারেন। বোর্ডসূত্রে খবর, ১৩ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত। বাকি জায়গাগুলির জন্য কয়েকটি নাম ঘোরাফেরা করছে।

রাহুলের কামব্যাক

লোকেশ রাহুল স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করিয়ে দেশে ফিরে অনুশীলন শুরু করেন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় ছিটকে যান ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে সফর থেকে। তবে সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, দ্রুতই মাঠে ফিরবেন। এশিয়া কাপের দলে রাহুল দলে ফিরলেও তিনিই সহ অধিনায়ক থাকবেন, নাকি হার্দিক পাণ্ডিয়াকে রোহিতের ডেপুটি করে দেওয়া হবে সেদিকে নজর থাকবে। রাহুলের অনুপস্থিতিতে শেষ ৬টি টি ২০ আন্তর্জাতিকে কখনও ঋষভ পন্থ, কখনও আবার সূর্যকুমার যাদবকে দেখা গিয়েছে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে। যদিও রাহুল ফিরলে তিনিই অধিনায়কের ওপেনিং সঙ্গী হবেন।

দল নিয়ে জল্পনা

রাহুলের সঙ্গে এশিয়া কাপের দলে কামব্যাক করবেন দীপক চাহার। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে সফরে না থাকলেও এশিয়া কাপে খেলবেন বিরাট কোহলিও। চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী ১৫ সদস্যের দল গড়বেন, নাকি সব ধরনের বিকল্প দেখে নিতে ১৭ সদস্যের দল এশিয়া কাপে পাঠানো হবে সেটা এখনও স্পষ্ট নয়। ভারতীয় দল এখন পাওয়ারপ্লেতে আগ্রাসী ব্যাটিং করতে চাইছে। লোকেশ রাহুল টি ২০ ফরম্যাটে নির্ভরযোগ্য ব্যাটার হলেও অনেক সময় কম স্ট্রাইক রেটের জন্য সমালোচিতও হন। সেক্ষেত্রে সূর্য বা পন্থের ওপেন করার অপশন থাকছে। কিন্তু এখনও অবধি যা খবর, রাহুলকেই ওপেন করতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। সূর্য, পন্থ মিডল অর্ডারে।

বিরাট পরিকল্পনা

বিরাট কোহলির ব্যাড প্যাচ চললেও তাঁকে অন্তত টি ২০ বিশ্বকাপের আগে তিন নম্বর থেকে সরানোর পরিকল্পনা নেই বলে বিসিসিআই সূত্রে খবর। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও বার্তা দিয়েছেন বিরাটকে সুযোগ দেওয়ার। তিনি যে মাপের ক্রিকেটার তাতে এটা তাঁর প্রাপ্য। বিরাট নিজেই ফর্মে ফেরার রাস্তা খুঁজে পাবেন বলে জানিয়েছেন সৌরভ থেকে গাভাসকর সকলেই। কিন্তু যতক্ষণ রান না আসছে ততক্ষণ খচখচানি তো থাকবেই! এশিয়া কাপেও তিনি ব্যর্থ হলে বিরাটকে টি ২০ বিশ্বকাপের দল থেকে ছেঁটে ফেলার ঝুঁকি নেওয়া হবে না। দীনেশ কার্তিকের প্রথম একাদশে থাকা নিশ্চিত। সেক্ষেত্রে ব্যাক আপ হিসেবে প্রথম পছন্দ হিসেবে দলের সঙ্গে থাকবেন দীপক হুডা। বিকল্প হিসেবে ঈশান কিষাণ ও সঞ্জু স্যামসনের মধ্যে কে দলে থাকেন, কিংবা দুজনকেই রাখা হয় কিনা সেটা দেখতেও সকলে মুখিয়ে। তবে দুজনের একজনের বাইরে থাকার সম্ভাবনা প্রবল।

দীপকের টি ২০ কামব্যাক

দীপক চাহার জিম্বাবোয়ে সফরের একদিনের দলে রয়েছেন। তিনি টি ২০ দলেও থাকবেন। চোট পাওয়ার আগে এই ফরম্যাটে দীপক বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলকে জিতিয়েছেন। ভুবনেশ্বর কুমারের যোগ্য বিকল্প হিসেবেই তাঁকে ভাবা হচ্ছে। টি ২০ বিশ্বকাপের আগে ছন্দ যাতে তিনি ফিরে পান সেজন্য চাহার পর্যাপ্ত সুযোগ পাবেন বলেই খবর। হর্ষল প্যাটেলের পাঁজরে চোট রয়েছে। ফলে তাঁর দলে থাকা নির্ভর করবে ফিটনেসের উপর। ওয়াশিংটন সুন্দরকে বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছে না। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল ও অক্ষর প্যাটেলের উপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। বোর্ডসূত্রে খবর, মহম্মদ শামিও নাকি জানিয়ে দিয়েছেন তিনি টি ২০ খেলতে চান না। একদিনের আন্তর্জাতিক ও টেস্ট খেলবেন। ফলে শামিও আপাতত পরিকল্পনায় নেই।

সম্ভাব্য দল

এশিয়া কাপের দলে যাঁরা নিশ্চিত বলে মনে করা হচ্ছে তাঁরা হলেন, রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার। ব্যাক-আপ ব্যাটার: ঈশান কিষাণ/সঞ্জু স্যামসন। ব্যাক-আপ পেসার: অর্শদীপ সিং/ আবেশ খান/ দীপক চাহার/ হর্ষল প্যাটেল। ব্যাক আপ স্পিনার: অক্ষর প্যাটেল/ কুলদীপ যাদব/ রবি বিষ্ণোই।

More ASIA CUP News  

Read more about:
English summary
Indian Squad For Asia Cup To Be Announced On August 8. KL Rahul, Deepak Chahar And Virat Kohli Set For Comeback.
Story first published: Thursday, August 4, 2022, 21:34 [IST]