পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন কারা
বুধবার রাজভবনে শপথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার নতুন মুখ-রা। মন্ত্রী হিসেবে শপথ নিলেন মোট ন-জন। যার মধ্যে ৮ জনই নতুন মুখ। সেই নতুন মুখের মধ্যে পূর্ণমন্ত্রী হচ্ছেন বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী ও উদয়ন গুহ।
কারা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, কারা প্রতিমন্ত্রী
এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন বীরবাহা হাঁসদা ও বিপ্লব রায়চৌধুরী। আর প্রতিমন্ত্রী হচ্ছেন তাজমূল হোসেন ও সত্যজিৎ বর্মন। এই নজনই এদিন শপথ নিলেন রাজভবনে। রাজ্যপাল লা গণেশন তাঁদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্যোনেপাধ্যায় ও অন্যান্যরা।
যাঁদের শপথ যেভাবে
রাজ্যপাল প্রথমে শপথবাক্য পাঠ করান পাঁচজন পূর্ণমন্ত্রী বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী ও উদয়ন গুহকে। তাঁদের একসঙ্গে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। এরপরে শপথ বাক্য পাঠ করানো হয় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা ও বিপ্লব রায়চৌধুরীকে। বিরবাহা হাঁসদা অলচিকি ভাষায় শপথ নেন। একসঙ্গে উভয়কে শপথ বাক্য পাঠ করালেও ভাষাগত বিভিন্নতায় আগে বীরবাহা হাঁসপা পাঠ করেন। তারপর বাংলায় শপথ নেন বিপ্লব রায়চৌধুরী। এরপর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তাজমূল হোসেন ও সত্যজিৎ বর্মন। শপথ গ্রহণের পর শুভেচ্ছা বিনিময় করেন নতুন মন্ত্রীরা।
শপথের পর দফতর বণ্টনের জল্পনা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দফতর বণ্টন করতে পারেন বলে জানা গিয়েছে বিশ্বস্ত সূত্রে। এখন দেখার শপথ নেওয়া ন-জন মন্ত্রী কোন কোন দফতর পান। পূর্ণমন্ত্রী হিসেবে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের উপর এখন কোন কোন দায়িত্ব বর্তায়, তা-ই দেখার। পার্থ চট্টোপাধ্যায় অপসারিত হয়েছেন। তাঁর হাতে থাকা দফতরগুলি কার হাতে ওঠে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে শপথগ্রহণের পর। নতুন পরিষদীয় মন্ত্রী পেতে চলেছে রাজ্য। সেইসঙ্গে শিল্প-বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা, পরিবহণ, কৃষি, সেচ- এমন একাধিক দফতর নিয়ে জল্পনা চলছে। এদিনই সেই জল্পনারও অবসান ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এদিনই সন্ধ্যার মধ্যে দফতর বণ্টন করতে পারেন।