সোনিয়া-রাহুলের জবাব তুষ্ট নয় ইডি, ন্যাশনাল হেরাল্ড মামলায় এবার কলকাতা যোগ, হাওলা লিঙ্কের খোঁজে ইডি

ন্যাশনাল হেরাল্ড মামলায় এবার জোরাল হচ্ছে কলকাতা যোগ। ইডির তদন্তকারীরা দাবি করেছেন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর দেওয়া তথ্য সঠিক নয়। হাওলা যোগ দেখতে পাচ্ছেন তাঁরা। তদন্তকারীদের দাবি কলকাতা এবং মুম্বইয়ে হাওলা কারবারের মাধ্যমে টাকা পাচার করা হয়েছিল। এবার সেই সূত্রের সন্ধান শুরু করেছেন তাঁরা।

বড় কেলেঙ্কারি ন্যাশনাল হেরাল্ড মামলা

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় নাম জড়িয়েছে তাবর রাজনীতিকদের। গান্ধী পরিবারের দুই সদস্যকে যে ইডি জেরা করতে পারে সেটাই অকল্পনীয় ছিল। কিন্তু জেরা হয়েছে। একবার নয় একাধিকবার। রাহুল গান্ধীকে টানা ৩ দিন ধরে জেরা করেছে ইডি। সোনিয়া গান্ধীকে একাধিকবার জেরা করা হয়েছে। এই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজধানী দিল্লি। কিন্তু দুই নেতার বক্তব্যে খুব একটা সন্তুষ্ট নয় ইডির তদন্তকারীরা। তাঁরা মনে করছেন পুরো তথ্য প্রকাশ করছেন না রাহুল-সোনিয়া।

হাওলা যোগ

ইডির তদন্তকারীরা এই মামলার তদন্তে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে যেসব তথ্য উদ্ধার করেেছ তাতে তাঁদের দাবি এই ঘটনায় হাওলা যোগ রয়েছে। হাওলার মাধ্যমে টাকা পাচার হয়েছে। ইডির দাবি কলকাতা-মুম্বই হয়ে টাকা পাচার করা হত। এরকম বেশ কিছু নথি হাতে এসেছে ইডির তদন্তকারীদের। তাতে দেখা গিয়েছে কলকাতা-মুম্বই হাওলা অপারেটরের মাধ্যমে টাকা পাচার হয়েছে। কারা এই চক্রের সঙ্গে যুক্ত তার অনুসন্ধান শুরু করেছে ইডি।

রাহুল-সোনিয়ার বক্তব্য সঠিক নয়

দফায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে জেরা করে চলেছে ইডি। জেরায় দুই কংগ্রেস নেতাই দাবি করেছে ইয়ং ইন্ডিয়ান নামে কোনো কোম্পানির সঙ্গে তাঁেদর যোগাযোগ নেই। মতি লালা ভোরা নামে এক ব্যক্তির নামে রয়েছে কোম্পানি। সেটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। সেকারণেই সোনিয়া গান্ধী এবং রাহুলা গান্ধীর বয়ানে তুষ্ট নয় ইডি। তাঁদের ফের ডেকে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে িতন দফায় ২ জনকে জেরা করেছে ইডি। তার প্রতিবাদে আন্দোলন তীব্র করেছে কংগ্রেস।

ন্যাশনাল হেরাল্ডের অফিসে হানা

শুধু সোনিয়া গান্ধী-রাহুল গান্ধীকে জেরা করেই থামেনি ইডির তদন্তকারীরা রাজধানী দিল্লিেত ন্যাশনাল হেরাল্ডের অফিসে হানা দিেয়ছিল ইডি। সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছে তারা। এদিকে বিরোধীরা এই নিয়ে সরব হয়েছেন। এদিকে আজ আবার সংসদ অধিবেশন চলাকালীন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে তলব করেছে ইডি। ইডির অফিসে হাজিরা দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। তাঁকে জেরা করার মাঝেই আবার ইয়ং ইন্ডিয়ার অফিসে তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা।

'বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করত', পার্থ ইস্যুতে বিস্ফোরক তৃণমূল বিধায়ক 'বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করত', পার্থ ইস্যুতে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

More RAHUL GANDHI News  

Read more about:
English summary
The ED has found Kolkata link in National Herald case
Story first published: Thursday, August 4, 2022, 18:59 [IST]