|
গুরপ্রীতের ব্রোঞ্জ
এবারের কমনওয়েলথ গেমসের সিংহভাগ পদকই এসেছে ভারোত্তোলন থেকে। বুধবার গুরদীপ সিং ব্রোঞ্জ জিতলেন সবমিলিয়ে ৩৯০ কেজি তুলে। স্ন্যাচে তিনি তোলেন সর্বাধিক ১৬৭ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ২২৩ কেজি। গেমস রেকর্ড গড়ে সোনা জিতেছেন পাকিস্তানের মহম্মদ নুহ বাট। গুরদীপ অবশ্য এদিন চেনা ছন্দে ছিলেন না। স্ন্যাচে প্রথম প্রয়াসে ১৬৭ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হন। দ্বিতীয় প্রয়াসে সফল হন, কিন্তু তৃতীয় প্রয়াসে ১৭৩ কেজি তুলতে পারেননি। স্ন্যাচ পর্বের শেষে তিনি ছিলেন যুগ্ম তৃতীয় স্থানেই। ক্লিন অ্যান্ড জার্কে তিনি প্রথম প্রয়াসে তোলেন ২০৭ কেজি। তবে এরপর ২১৫ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হন। এরপর পদক নিশ্চিত করার লক্ষ্যে তিনি আরও আট কেজি বারবেল বাড়িয়ে সফলভাবে ২২৩ কেজি তোলেন তৃতীয় প্রয়াসে। এই ব্রোঞ্জের সঙ্গে ভারতের ভারোত্তোলন অভিযান এবারের গেমসে শেষ হলো। তিনটি সোনা, তিনটি রুপো ও চারটি ব্রোঞ্জ, মোট ১০টি পদক ভারত কমনওয়েলথ গেমস থেকে ভারোত্তোলনে জিতল।
|
ব্রোঞ্জ জিতলেন তেজস্বিন
এবারের কমনওয়েলথ গেমসে ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম পদকটি এসেছে হাই জাম্প থেকে। ভারতের তেজস্বিন শঙ্কর দারুণ লড়াইয়ের পর জিতলেন ব্রোঞ্জ। প্রথম ভারতীয় হিসেবে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন না। দিন তিনেক আগে বার্মিংহ্যামে পৌঁছে এদিন দারুণ পারফরম্যান্স উপহার দিলেন। ২.২২ মিটার উচ্চতা পর্যন্ত প্রথম প্রয়াসেই সফল হন তেজস্বিন। যা তাঁকে বাহমাসের ডোনাল্ড থমাসকে পিছনে ফেলে ব্রোঞ্জ জিততে সহায়তা করে। থমাস ২.২২ মিটার উচ্চতা পার করতে নেন দুটি প্রয়াস। ২.২৫ মিটার উচ্চতা প্রথম দুটি প্রয়াসে টপকাতে পারেননি তেজস্বিন। ব্রোঞ্জ নিশ্চিত হয়ে যাওয়ায় ২.২৫ মিটার উচ্চতা পার করার তৃতীয় প্রয়াস তিনি নেননি। চেষ্টা করেন ২.২৮ মিটার পার করতে। যদিও তা সোনাজয়ী নিউজিল্যান্ডের হামিশ কের ও অস্ট্রেলিয়ার ব্রেন্ডন স্টার্কও সেই উচ্চতা পেরোতে পারেননি। ২.২৫ মিটার উচ্চতা কের প্রথমবারেই টপকান। অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল স্টার্কের ভাই ব্রেন্ডনও প্রথম প্রয়াসেই পার করেন। কিন্তু ২.২৫ মিটার অবধি প্রত্যেকটি ক্ষেত্রে হামিশ কের প্রথম প্রয়াসেই সফল হওয়ায় পিছনে ফেলে দেন স্টার্ককে। স্টার্ক সোনা না জিতলেও পরপর দুটি কমনওয়েলথ গেমস থেকে পদক নিয়ে ফিরলেন।
লাভলিনার বিদায়, জিতলেন জারিনরা
তবে এরই মধ্যে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিলেন লাভলিনা বরগোঁহাই। মহিলাদের ৭০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে তিনি স্প্লিট ডিসিশনে পরাস্ত হলেন ওয়েলসের রসি এক্লেসের কাছে। লাভলিনা হারলেন ২-৩ ব্যবধানে। যদিও বক্সিংয়ে পদক নিশ্চিত করেছেন নীতু, মহম্মদ হুসামুদ্দিন, নিখাত জারিনরা।পুরুষদের ৮০ কেজি বা লাইট হেভিওয়েট বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন ভারতের আশিস কুমার। তাঁকে ৪-১ ব্যবধানে হারান ইংল্যান্ডের অ্যারন বাওয়েন।
শট পুটে মনপ্রীত
মহিলাদের শট পুট ফাইনালে দ্বাদশ স্থান অধিকার করেন মনপ্রীত কৌর। তাঁর সেরা থ্রো ছিল ১৫.৫৯ মিটারের। এদিকে, ভারতের মহিলা ক্রিকেট দল বার্বাডোজকে ১০০ রানে হারিয়ে পৌঁছে গিয়েছে সেমিফাইনালে।