আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে মার্কিন বংশোদ্ভুত কমলা হ্যারিস। তারপর থেকেই মার্কিন রাজনীতিতে ভারতীয়দের আধিপত্য বাড়তে শুরু করেছে। আমেরিকার স্টেট প্রাইমারি নির্বাচনে একাধিক জায়গায় জয়ী হয়েছে ভারতীয় বংশোদ্ভুত প্রার্থীরা। মিশিগােন জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন প্রার্থী পদ্মা কুপ্পা। ৫৬ বছর বয়সী এই ডেমোক্র্যাট প্রার্থী মিশিগানের ৯টি জেলার দায়িত্ব সামলাবেন।
২ অগস্ট ভোটাভুটি হয়েছে সেখানে। রিপাবলিক প্রার্থীকে এক প্রকার হেলায় হারিয়ে জয়ী হয়েছেন তিনি। জয়ের পর তিনি জািনয়েছেন,তাঁর মূল উদ্দেশ্য হচ্ছে নারীর সমানাধিকার তৈরি করা এবং। সব শিশুর সমান শিক্ষার দিকটি বেশি নজরে আনা। িনজের সন্তান এবং বাবা-মায়ের সঙ্গে আমেরিকায় বাস করেন পদ্মা। শৈশবেই বাবা-মায়ের হাত ধরে আমেরিকায় এসেছিলেন তিনি। তাঁরা পিএইচডি করতে আমেরিকায় এসেছিলেন।তারপরে চাকরি পেয়ে পাকাপাকি ভাবে সেখােন থাকতে শুরু করেন।
পদ্মা জািনয়েছেন বাইরে থেকে যাঁরা আমেরিকায় এসে বসবাস করে তাঁদের সন্তানদের িনয়ে যে কতটা সমস্যায় পড়তে হয় সেটা তিনি খুব ভাল করে জানেন। বাইরে থেকে আসা লোকেদের আলাদা চোখে দেখা হয় আমেরিকায়। সকলকে সমান ভাবে দেখার যে প্রচেষ্টা সেটাই করতে চান তিিন। এছাড়া সবুজায়ন, জলসম্পদ রক্ষা সহ একাধিক ইস্যু তো রয়েইছে।
এবার শিক্ষক বদলিতে অনিয়ম, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের