পৃথক বিমানে দিল্লি যাচ্ছেন অভিষেক-মমতা
মূলত চারদিনের সফরে দিল্লি উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। একাধিক কর্মসূচিতে যোগ দিতেই তাঁর এই সফর বলে মনে করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই বিমানবন্দরে পৌঁছন মমতা। তবে সূত্রের খবর, এক বিমানে তাঁরা দিল্লি উদ্দেশ্যে রওনা হচ্ছেন না। এক সঙ্গে রওনা হলেও অভিষেক এবং পিসি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছবেন পৃথক বিমানে। এমনটাই জানা যাচ্ছে। তবে মমতা এবং অভিষেক একসঙ্গে দিল্লি যাত্রা ঘিরে শুরু হয়েছে একাধিক জল্পনা।
সাংসদের সঙ্গে বৈঠকে অভিষেক
এই মুহূর্তে বাদল অধিবেশন চলছে। সেই অধিবেশনে নানা ভাবে চাপ বাড়ছে তৃণমূলের। পার্থের গ্রেফতারি এবং এসএসসি দুর্নীতি সহ একাধিক ইস্যুতে সাংসদের তোপের মুখে পড়তে হচ্ছে। এমনকি এই ইস্যুতে সংসদের বাইরে বঙ্গ বিজেপির সাংসদরা লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে। এই অবস্থায় তৃণমূলের রণকৌশল কি হবে তা নিয়ে অভিষেক বার্তা দিতে পারেন। দিল্লিতে গিয়েই সাংসদের সঙ্গে বৈঠকে বসতে পারেন অভিষেক। আর সেখানেই এই বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
একাধিক কর্মসূচি মমতার
তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর এবার যথেষ্ট গুরুত্বপূর্ণ। একদিকে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা। আগামী ৭ তারিখ এই বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে তাৎপর্যপুর ভাবে এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তবে কবে সেই বৈঠক হতে পারে সেই বিষয়ে এখনও স্পষ্ট ভাবে ক্লিছু জানা যায়নি। তবে আগামীকাল সকালে এই বৈঠক হতে পারে বলে খবর। এই বৈঠকে ১০০ দিনের টাকা সহ বকেয়া নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলেই খবর।
দেখা হতে পারে দ্রৌপদী মুর্মু'র সঙ্গেও
মুখ্যমন্ত্রী মমতার দিল্লি সফরে সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু'র সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভবত আগামীকাল শুক্রবার তাঁদের সাক্ষাৎ হতে পারে বলে জানা যাচ্ছে। এই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এমনটাই খবর। যদিও এই বিষয়ে অভিষেক কিংবা মমতা কিছুই মন্তব্য করেননি।