মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করত
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন তাপস রায় বলেন, ওই ষড়যন্ত্র ষড়যন্ত্র না বলে কি ষড়যন্ত্র সেটা আদালতের কাছে খুলে জানাক না। আর তা বলতে গিয়েই বিধায়ক বলেন, ও না সারাজীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। আর তাই ষড়যন্ত্র শব্দটার সঙ্গে প্রত্যক্ষ কোনও সম্পর্ক রয়েছে। কিছুর মধ্যে ষড়যন্ত্র দেখত বলে এটার মধ্যেও ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখছে বলে তোপ তৃণমূল বিধায়কের। তবে তিনি জানেন না ষড়যন্ত্র থেকে থাকলে তদন্ত চলছে, তা সামনে আসবে বলেও মন্তব্য তাঁর।
পার্থ চট্টোপাধ্যায়কে বলার কথাও জানান তাপস
তবে কি ষড়যন্ত্র ছিল বা রয়েছে তা পার্থ চট্টোপাধ্যায়কে বলার কথাও জানান তাপস রায়। আদালতে এবং তদন্তে কেন তা বলছে তা নিয়েও কার্যত প্রশ্ন তুলে দেন তিনি। আর খোদ সহযোদ্ধার বিরুদ্ধে খোদ দলের বিধায়কের এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। এর আগে পার্থ প্রসঙ্গে বলতে গিয়ে একাধিকবার কুণাল ঘোষ কার্যত বিস্ফোরক মন্তব্য করেছেন। কিন্তু খোদ বিধায়কই এবার তাঁর একদা দলের নেতার বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ সামনে এনে দিলেন।
দলটাই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত
এই প্রসঙ্গে সিপিএম নেতা শমীক লাহিড়ী বলেন, তৃণমূল দলটাই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। আর তা এখন সবাই জেনে গেছে। শুধু একটা পার্থ চট্টোপাধ্যায় নয়, বড় মাথারাও জড়িত বলে দাবি বাম নেতার। শেষ মাথা পর্যন্ত ধরতে হবে বলে দাবি তাঁর। কোনও ভাবেই দিল্লিতে গিয়ে সেটিং হয়ে যাবে তা মানা যাবে না বলেও দাবি সিপিএম নেতা শমীক লাহিড়ীর।
ঠিক কি বলেছিলেন পার্থ?
গত কয়েকদিন আগে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিস্ফোরক দাবি করেন পার্থ। বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এমনকি ওই টাকা তাঁর নয় বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু কে বা কারা ষড়যন্ত্র করছে সেটা অবশ্য স্পষ্ট ভাবে কিছু জানাননি তৃণমূলের প্রাক্তন মহাসচিব। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই কার্যত বোমা ফাটিয়ে দিলেন আরও এক তৃণমূল নেতা।