'বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করত', পার্থ ইস্যুতে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

কার্যত বোমা ফাটালেন তাপস রায়! নিয়োগ দুর্নীতি মামলাতে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার বাড়ি থেকে এখনও পর্যন্ত প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে।এছাড়াও বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। বিপুল পরিমাণ এই সম্পত্তির পিছনে পার্থ যোগ পাচ্ছেন তদন্তকারীরা। যদিও ষড়যন্ত্রের স্বীকার বলে নিজেকে দাবি করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর তা নিয়ে বক্তব্য দিতে গিয়ে কার্যত বোমা ফাটালেন তৃণমূল বিধায়ক।

মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করত

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন তাপস রায় বলেন, ওই ষড়যন্ত্র ষড়যন্ত্র না বলে কি ষড়যন্ত্র সেটা আদালতের কাছে খুলে জানাক না। আর তা বলতে গিয়েই বিধায়ক বলেন, ও না সারাজীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। আর তাই ষড়যন্ত্র শব্দটার সঙ্গে প্রত্যক্ষ কোনও সম্পর্ক রয়েছে। কিছুর মধ্যে ষড়যন্ত্র দেখত বলে এটার মধ্যেও ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখছে বলে তোপ তৃণমূল বিধায়কের। তবে তিনি জানেন না ষড়যন্ত্র থেকে থাকলে তদন্ত চলছে, তা সামনে আসবে বলেও মন্তব্য তাঁর।

পার্থ চট্টোপাধ্যায়কে বলার কথাও জানান তাপস

তবে কি ষড়যন্ত্র ছিল বা রয়েছে তা পার্থ চট্টোপাধ্যায়কে বলার কথাও জানান তাপস রায়। আদালতে এবং তদন্তে কেন তা বলছে তা নিয়েও কার্যত প্রশ্ন তুলে দেন তিনি। আর খোদ সহযোদ্ধার বিরুদ্ধে খোদ দলের বিধায়কের এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। এর আগে পার্থ প্রসঙ্গে বলতে গিয়ে একাধিকবার কুণাল ঘোষ কার্যত বিস্ফোরক মন্তব্য করেছেন। কিন্তু খোদ বিধায়কই এবার তাঁর একদা দলের নেতার বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ সামনে এনে দিলেন।

দলটাই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত

এই প্রসঙ্গে সিপিএম নেতা শমীক লাহিড়ী বলেন, তৃণমূল দলটাই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। আর তা এখন সবাই জেনে গেছে। শুধু একটা পার্থ চট্টোপাধ্যায় নয়, বড় মাথারাও জড়িত বলে দাবি বাম নেতার। শেষ মাথা পর্যন্ত ধরতে হবে বলে দাবি তাঁর। কোনও ভাবেই দিল্লিতে গিয়ে সেটিং হয়ে যাবে তা মানা যাবে না বলেও দাবি সিপিএম নেতা শমীক লাহিড়ীর।

ঠিক কি বলেছিলেন পার্থ?

গত কয়েকদিন আগে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিস্ফোরক দাবি করেন পার্থ। বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এমনকি ওই টাকা তাঁর নয় বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু কে বা কারা ষড়যন্ত্র করছে সেটা অবশ্য স্পষ্ট ভাবে কিছু জানাননি তৃণমূলের প্রাক্তন মহাসচিব। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই কার্যত বোমা ফাটিয়ে দিলেন আরও এক তৃণমূল নেতা।

মমতার সঙ্গে দিল্লি উড়ে গেলেন অভিষেকও! কারণ ঘিরে একাধিক জল্পনা মমতার সঙ্গে দিল্লি উড়ে গেলেন অভিষেকও! কারণ ঘিরে একাধিক জল্পনা

More PARTHA CHATTERJEE News  

Read more about:
English summary
TMC MLA Tapas Roy claims, Partha Chatterjee may did conspiracy against few people