কমনওয়েলথ গেমসে পদক নিশ্চিত বক্সার অমিতের, ব্যাডমিন্টনে জয় সিন্ধু-শ্রীকান্তের, হিমা সেমিফাইনালে

কমনওয়েলথ গেমসের আজ সপ্তম দিনে পদক নিশ্চিত করলেন বক্সার অমিত পঙ্ঘল। ব্যাডমিন্টনের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন পিভি সিন্ধু ও কিদাম্বি শ্রীকান্ত। মহিলাদের হ্যামার থ্রো-র ফাইনালে উঠেছেন মঞ্জু বালা। ২০০ মিটার দৌড়ের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন হিমা দাস। পদক তালিকায় এখনও অবধি ৫টি সোনা, ৬টি রুপো ও সাতটি ব্রোঞ্জ জিতে সপ্তম স্থানে ভারত।

সিন্ধু গর্জন

ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসে আজ সহজ জয় পেয়েছেন পিভি সিন্ধু। রাউন্ড অব ৩২-এ তাঁর প্রতিপক্ষ ছিলেন মালদ্বীপের ফতিমাথ নাবাহা আবদুল রজ্জাক। মাত্র ২১ মিনিটে অলিম্পিকের জোড়া পদকজয়ী সিন্ধু জয় ছিনিয়ে নেন। খেলার ফল ২১-৪, ২১-১১। গত কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে রুপোজয়ী সিন্ধুকে প্রথম গেম জিততে একেবারেই ঘাম ঝরাতে হয়নি। আগ্রাসী না হয়ে অল রাউন্ড গেমেই বাজিমাত করেন। ড্রপ শটের উত্তর ছিল না সিন্ধুর প্রতিপক্ষের কাছে। দ্বিতীয় গেমে কিছুটা লড়াই করেন ফতিমাথ। একটা সময় ৯-৯ ফল ছিল। কিন্তু বিরতিতে সিন্ধু ১১-৯ ব্যবধানে এগিয়ে যান। বিরতির পর সিন্ধুর দাপটে দুটি পয়েন্টের বেশি পাননি মালদ্বীপের শাটলার। সিন্ধু পৌঁছে যান শেষ ষোলোয়।

শ্রীকান্তের জয়

পুরুষদের সিঙ্গলস ব্যাডমিন্টনের প্রি কোয়ার্টারে পৌঁছে গিয়েছেন কিদাম্বি শ্রীকান্ত। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে তিনি হারালেন উগান্ডার ড্যানিয়েল ওয়ানাগালিয়াকে। খেলার ফল ২১-৯, ২১-৯। আজ রাতে খেলা রয়েছে লক্ষ্য সেনের। তবে মিক্সড ডাবলসের রাউন্ড অব ৩২ থেকে বিদায় নিয়েছে সুমিত রেড্ডি ও অশ্বিনী পোন্নাপ্পার জুটি। ইংল্যান্ডের ক্যালাম হামিং ও জেসিকা পুগের জুটির কাছে ভারতীয় জুটি পরাস্ত হয় ১৮-২১, ১৬-২১ ব্যবধানে।

হ্যামার থ্রো ফাইনালে মঞ্জু

মহিলাদের হ্যামার থ্রো ইভেন্টের ফাইনালে ভারতের মঞ্জু বালা ফাইনালে উঠেছেন। তবে সরিতা সিং ফাইনালে উঠতে পারেননি। যোগ্যতা অর্জন পর্বে প্রথম থ্রো ৫৯.৬৮ মিটার দূরত্বে পাঠান মঞ্জু। এর সুবাদে একাদশ স্থান অধিকার করে তিনি ফাইনালে জায়গা করে নেন। সরিতার সেরা থ্রো ছিল ৫৭.৪৮ মিটারের। তিনি ত্রয়োদশ স্থান অধিকার করেন। যোগ্যতা অর্জন পর্ব থেকে ১২ জন সেরা পারফর্মার ফাইনালে উঠলেন। এই বিভাগের ফাইনাল শনিবার। কমনওয়েলথ গেমস রেকর্ড গড়ে ৭৪.৬৮ মিটারের থ্রোয়ের সুবাদে শীর্ষস্থান অধিকার করে ফাইনালে গিয়েছেন কানাডার ক্যামরিন রজার্স।

২০০ মিটারে সেমিতে হিমা

ভারতের তারকা স্প্রিন্টার হিমা দাস ২০০ মিটারের সেমিফাইনালে চলে গিয়েছেন। তিনি হিটে প্রথম হন ২৩.৪২ সেকেন্ড সময় করে। মহিলাদের ২০০ মিটারে ৬টি হিট হয়, সেরা ১৬ জন পৌঁছে গিয়েছেন সেমিফাইনালে। হিমার চেয়ে ভালো সময় করেন মোট ৬ জন অ্যাথলিট। হিমা হিট ২-তে প্রথম হন। হিট ১-এ প্রথম হন নাইজেরিয়ার ফেভার ওফিলি (২২.৭১ সেকেন্ড) এবং হিট ৫-এ এলাইনি-থম্পসন হেরাহ সময় করেন ২২.৮০ সেকেন্ড।

পদক নিশ্চিত অমিতের

বক্সিংয়ে গতকালই পদক নিশ্চিত করেছেন নীতু, মহম্মদ হুসামুদ্দিন, নিখাত জারিন ও আশিস কুমার। আজ পদক নিশ্চিত করে ফেললেন অমিত পঙ্ঘল। পুরুষদের ফ্লাইটওয়েট (৪৮ থেকে ৫১ কেজি) বিভাগের কোয়ার্টার ফাইনালে সর্বসম্মত সিদ্ধান্তেই জয়ী ঘোষিত হন অমিত। প্রথম দুটি রাউন্ডে অমিতকে এগিয়ে রেখেছিলেন পাঁচ বিচারকের চারজনই। শেষ রাউন্ডেও দাপট দেখিয়ে পদক নিশ্চিত করেন ভারতের এই তারকা বক্সার।

More COMMONWEALTH GAMES News  

Read more about:
English summary
Commonwealth Games 2022: Amit Panghal Assures Of Medal In Boxing. PV Sindhu And Kidambi Srikanth In Last 16 Of Badminton. Hima Das In 200m Semi Finals. Manju Bala Reached In Hammer Throw Final.
Story first published: Thursday, August 4, 2022, 17:46 [IST]