|
নরেন্দ্র মোদীকে ভয় পান না
এদিন ন্যাশনাল হেরাল্ড নিয়ে কথা প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, তিনি নরেন্দ্র মোদীকে ভয় পান না। আর ন্যাশনাল হেরল্ড মামলায় ইডির পদক্ষেপেও নয়। ন্যাশনাল হেরাল্ড নিয়ে ইডি যেসব পদক্ষেপ নিচ্ছে তা ভয় দেখানোর জন্য বলে মন্তব্য করেন তিনি। সংসদের বাইরে তিনি সাংবাদিকদের বলেন, তাপা নরেন্দ্র মোদীকে ভয় পান না। তাই তারা যা খুশি তাই করতে পারেন।
|
সত্যকে বাধা দেওয়া যায় না
তাঁর বাসভবন এবং কংগ্রেসের সদর দফতর ব্যারিকেড করে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সত্যকে বাধা দেওয়া যায় না। কংগ্রেস প্রতিবাদ অব্যাহত রাখবে বলেও জানান তিনি। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, সরকার মনে করতে
পারে চাপ দিয়ে চুপ করিয়ে দেওয়া যাবে। কিন্তু তাদের চুপ করানো যাবে না। স্পষ্ট জানান রাহুল গান্ধী। তিনি বলেন, নরেন্দ্র মোদী আর অমিত শাহ দেশে যা করছেন, তা গণতন্ত্র বিরোধী। তাঁরা যাই করুন না কেন, সাধারণ মানুষকে
সঙ্গে নিয়ে কংগ্রেস রুখে দাঁড়াবে। এতে কিছু যায় আসে না বলেও মন্তব্য করেন তিনি।
সংসদের অধিবেশনের আগে কংগ্রেসের বৈঠক
বুধবার হেরাল্ড হাউসে ইডির পদক্ষেপের পরে এদিন সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে কংগ্রেস সব সাংসদদের নিয়ে বৈঠক করে। সেখানে ভবিষ্যতের পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। শুক্রবার মুদ্রাস্ফীতি এবং জিএসটি নিয়ে প্রতিবাদ কর্মসূচির
অনুমতি না দেওয়া হলেও, তাঁরা নির্ধারিত কর্মসূচি পালন করবেন বলে জানানো হয়েছে কংগ্রেসের তরফ।
কংগ্রেসের নেতারা যেন জঙ্গি
কংগ্রেসের তরফে বিজেপিকে নিশানা করে বলা হয়েছে, শাসকদর এমন আচারণ করছে, তাতে মনে হচ্ছে কংগ্রেসের নেতারা যেন জঙ্গি। কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেছেন, দেশবাসী দেখছে দেশের সব থেকে পুরনো রাজনৈতিক দল ও তাদের নেতৃত্বের বিরুদ্ধে কীভাবে তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, এরাএই দল ও তাদের নেতাদের জঙ্গি বলে মনে করছেন। কংগ্রেসের অভিধানে ভয় শব্দটি নেই বলেও মন্তব্য করেন তিনি। ভয় দেখানোর সস্তা কৌশল নিয়ে দলের নেতৃত্বের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না
বলেও মন্তব্য করেন তিনি।