ফের ভিনরাজ্যের শ্রমিককে টার্গেট জঙ্গিরা। ভিন রাজ্যের শ্রমিকদের লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ল জঙ্গিরা। পুলওয়ামার গাদুরা এলাকায় শ্রমিকদের টার্গেট করেই এই গ্রেনেড জঙ্গিরা ছোঁড়ে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ঘটনায় গুরুতর আহত আরও দুই শ্রমিক।
তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলেছে জম্মু-কাশ্মীর পুলিশ। এমনকি সেনাবাহিনীকেও হাই অ্যালার্ট দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। একেবারে কর্ডন করে জঙ্গিদের খোঁজএ তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়।
কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এই মুহূর্তে গোটা এলাকা। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কাউকে না বের হওয়ার জন্যে স্থানীয় পুলিশেরর তরফে জানানো হয়েছে।
জানা যাচ্ছে, নিহত শ্রমিকের নাম মোহাম্মদ মুমতাজ বলে জানা যাচ্ছে। যিনি বিহারের সাকওয়া পারসার বাসিন্দা বলে জানা যাচ্ছে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, আহতদের নাম মোহাম্মদ আরিফ এবং মহম্মদ মজবুল বলে জানিয়েছে। আহত দুই শ্রমিকের বাড়িও বিহারের রামপুর এলাকায় বলে সে রাজ্যের পুলিশের তরফে জনানো হয়েছে।
গত কয়েক মাসে জম্মু-কাশ্মীরে বেড়ে গিয়েছে টার্গেট কিলিংয়ের ঘটনা। লাগাতার ভিন রাজ্যের শ্রমিকদের টার্গেট করা হয়েছে। এমনকি কাশ্মীরি পন্ডিতদেরকেই জঙ্গি রা নিশানা বানিয়েছে। যা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়। প্রশ্ন ওঠে প্রশাসনের ভূমিকা নিয়ে। যদিও কড়া ভাষায় জঙ্গিদের পালটা জবাব দিচ্ছে সেনাবাহিনীও।
তিন দিনের মধ্যে জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের এটি তৃতীয় হামলা। যদিও এর আগে হামলা হলেও কোনও প্রাণহানীর ঘটনা ঘটেনি। কিন্তু যৌথবাহিনী কড়া প্রত্যাঘাত করতেই পালিয়ে যায় জঙ্গিরা। মঙ্গলবারও জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় একটি পুলিশ পোস্টে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হামলার ঘটনায় উত্তপ্ত কাশ্মীর।