চেস অলিম্পিয়াডের সপ্তম রাউন্ডে জমজমাট দ্বৈরথ, ভারতের দলগুলি কোন বিভাগে কোথায় দাঁড়িয়ে?

চেন্নাইয়ের কাছে মামল্লপুরম বা মহাবলীপুরমে চলছে ৪৪তম চেস অলিম্পিয়াড। টানা ৬ দিন খেলা চলার পর আজ ছিল রেস্ট ডে। পরের রাউন্ড থেকে নিজেদের রণকৌশল চূড়ান্ত করে নেওয়ার দারুণ সুযোগ পেলেন দাবাড়ুরা। আগামীকাল ওপেন সেকশনে ভারতের যে কোনও একটি দলের কাছে পদকের দৌড় কঠিন হয়ে যাবে। কিন্তু সামগ্রিকভাবে এবারের চেস অলিম্পিয়াডে দারুণ খেলছেন ভারতের দাবাড়ুরা।

ওপেন সেকশনে ভারতের বি দলকে ডার্ক হর্স হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। সেই দলটি ষষ্ঠ রাউন্ডের পর রয়েছে তৃতীয় স্থানে। মহিলাদের বিভাগে শীর্ষস্থান ধরে রেখেছে ভারতের এ দল। কোনেরু হাম্পির নেতৃত্বাধীন ভারতের এ দল এখনও অবধি ৬টি রাউন্ডেই অপরাজেয়। কাল এই দলের সামনে আজারবাইজান। এই রাউন্ডে জয় ভারতের এই দলটির পদকের সম্ভাবনা আরও জোরালো করবে। তবে ভারতের মহিলা বিভাগের বাকি দুটি দল ভালো শুরু করলেও পদকের দৌড়ে খানিকটা পিছিয়ে পড়েছে। তবে ভারতীয় দাবাড়ুরা আত্নবিশ্বাসী কঠিন দলগুলির বিরুদ্ধে ভালো কিছু করার জন্য। তানিয়া সচদেভ থেকে শুরু করে বৈশালীরা দারুণ ছন্দে থাকায় ভারত এবারের চেস অলিম্পিয়াডে শীর্ষস্থান ধরে রাখলে অবাক হওয়ার কিছু নেই।

ওপেন সেকশনে আর প্রজ্ঞানন্দ, ডি গুকেশ, রৌণক সাধওয়ানিরা ভালো ছন্দে রয়েছেন। বি আধিবান প্রথম পাঁচটি রাউন্ডে ভালো খেললেও ষষ্ঠ রাউন্ডে আর্মেনিয়ার বিরুদ্ধে প্রত্যাশামতো পারফরম্যান্স উপহার দিতে পারেননি। তবে গুকেশ ছটি গেমই জিতেছেন। তাঁর এই ফর্ম অব্যাহত থাকলে ভারত বি চমকপ্রদ সাফল্য এনে দেবে চেস অলিম্পিয়াডে। ভারতের এ দল ওপেন সেকশনে রয়েছে ষষ্ঠ স্থানে। কাল তাদের সামনে ভারতের সি দল। ফলে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে। পি হরিকৃষ্ণ, বিদিত গুজরাতি, অর্জুন এরিগাইসিরা ধারেভারে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে হাল্কাভাবে নেবেন না। আর পাঁচটি রাউন্ড বাকি। প্রতিযোগিতা এবার কঠিন হতে চলেছে।

সপ্তম রাউন্ডে ওপেন বিভাগে ভারতের বি দল খেলবে কিউবার বিরুদ্ধে। মহিলাদের বিভাগে এ, বি ও সি দলের প্রতিপক্ষরা হলো যথাক্রমে আজারবাইজান, গ্রিস ও সুইৎজারল্যান্ড। ডি গুকেশের নেতৃত্বে ভারতের বি দল চাইবে কিউবার অপরাজেয় থাকার দৌড়কে রুখে দিতে। ওপেন বিভাগে ভারতের এ ও সি দল রয়েছে যথাক্রমে ষষ্ঠ ও নবম স্থানে। কোনেরু হাম্পি, আর বৈশালী, তানিয়া সচদেভের পাশাপাশি মহিলাদের বিভাগে অন্তঃসত্ত্বা অবস্থায় ডি হরিকা যেভাবে খেলে চলেছেন তা অনেকের কাছে অনুপ্রেরণার। মহিলা বিভাগে ভারতের বি ও সি দল যথাক্রমে একাদশ ও ষোড়শ বাছাই। যদিও ২৭তম বাছাই গ্রিস ও ২৯তম বাছাই সুইসদের বিরুদ্ধে ভারতীয় দাবাড়ুরা দারুণ পারফরম্যান্সের মাধ্যমে চমক দেখাতেই পারেন।

More CHESS OLYMPIAD News  

Read more about:
English summary
Chess Olympiad: Indian Teams Have Been At The Forefront. India A To Face India C In Open Section.
Story first published: Thursday, August 4, 2022, 23:24 [IST]