স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে হামলা চালাতে পারে লস্কর-জৈশের মতো সংগঠন ! সতর্ক করল আইবি

স্বাধীনতা দিবসের (Independence Day) আগে হামলা (Attack) চালাতে পারে লস্কর-ই-তৈবা, জৈশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠন। এব্যাপারে দিল্লি পুলিশকে (Delhi Police) সতর্কবার্তা পাঠিয়েছে আইবি (IB)। আইবির তরফে ১০ পাতার রিপোর্টে শিনজো আবের ওপরে হামলা এবং সাম্প্রতিক সময়ে উদয়পুর ও অমরাবতীর ঘটনার কথা উল্লেখ করা হয়েছে।

ন্যাশনাল হেরল্ড: ইডি কেন ইয়ং ইন্ডিয়ার অফিস সিল করল? কংগ্রেসের পরবর্তী পদক্ষেপই বা কী?ন্যাশনাল হেরল্ড: ইডি কেন ইয়ং ইন্ডিয়ার অফিস সিল করল? কংগ্রেসের পরবর্তী পদক্ষেপই বা কী?

More INDEPENDENCE DAY News  

Read more about:
English summary
Laskar and Jem can target Delhi before Independence Day, IB alerts Delhi Police